রাইনার মারিয়া রিলকে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
| স্থানীয়_নাম =
| জন্ম_নাম = René Karl Wilhelm Johann Josef Maria Rilke
| জন্ম_তারিখ = {{birthজন্ম dateতারিখ|1875|12|04|df=y}}
| জন্ম_স্থান = [[প্রাগ]], [[বোহেমিয়া রাজ্য | বোহেমিয়া]], [[অস্ট্রিয়া-হাঙ্গেরি]]
| মৃত্যু_তারিখ = {{deathমৃত্যু dateতারিখ and ageবয়স|1926|12|29|1875|12|04|df=y}}
| মৃত্যু_স্থান = [[মন্ট্রাক্স]], [[ভডের ক্যান্টন | ভড]], সুইজারল্যান্ড
| পেশা = কবি, ঔপন্যাসিক
| ভাষা = জার্মান, ফরাসি
২০ নং লাইন:
| স্বাক্ষর = Rilke Signature.gif
}}
'''রাইনের মারিয়া রিলকে''' ({{lang-de|René Karl Wilhelm Johann Josef Maria Rilke}}, ৪ঠা ডিসেম্বর ১৮৭৫ - ২৯শে ডিসেম্বর ১৯২৬) বিখ্যাত [[জার্মানি|জার্মান]] কবি ও ঔপন্যাসিক। রাইনের মারিয়া রিলকের পুরো নাম রেনে কার্ল উইলহেম জোহান জোসেফ মারিয়া রিলকে। তাঁরতার লেখা কবিতা এবং গদ্য উভয়ই গীতিময়। একটা মিস্টিক বা রহস্যময় আঙ্গিক রিলকের লেখার বিশেষ বৈশিষ্ট্য। এলিয়টের মতোই তাঁরতার বেশিরভাগ লেখাতে নিঃসঙ্গতা ও উদ্বিগ্নতা গ্রাস করেছে। সৃষ্টির মধ্যে অস্তিত্ত্বের এই টানাপোড়েনই তাঁকেতাকে যথার্থ আধুনিক কবি করে তুলেছে।
 
== প্রারম্ভিক জীবন ==
রিলকে বর্তমান [[চেক প্রজাতন্ত্র|চেক প্রজাতন্ত্রে]]<nowiki/>র [[প্রাগ]] শহরে জন্মগ্রহণ করেন। তাঁরতার ছোটোবেলাটা খুব সুখের ছিল না। বাবা জোসেফ রিলকে সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর রেলওয়ে অফিসার হন। মা সোফিয়ার সঙ্গেই রিলকের ছোটোবেলার বেশিরভাগ সময়টা কেটেছে। রিলকের জন্মের আগেই তাঁরতার মায়ের প্রথম কন্যাসন্তান মারা যায়। সেই শোক ভুলতে না পেরেই তাঁরতার মা তাঁকেতাকে মেয়েদের পোশাক পরিয়ে রাখতেন। বাবা মায়ের বিবাহবিচ্ছেদের পরে তাঁকেতাকে জোর করে মিলিটারি অ্যাকাডেমিতে পাঠানো হয়। ১৮৮৬ থেকে ১৮৯৫ পর্যন্ত সেখানে থাকার পর অসুস্থতার জন্য অ্যাকাডেমি ছেড়ে দেন। ১৮৯৫ সালে তিনি বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা পাস করেন। ১৮৯৬ পর্যন্ত তিনি সাহিত্য শিল্প ইতিহাস ও দর্শন নিয়ে প্রাগ ও [[মিউনিখ|মিউনিখে]] পড়াশোনা করেন।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=|শিরোনাম=Biography: Rainer Maria Rilke|শেষাংশ=1875–1926 on the Poetry Foundation|প্রথমাংশ=|তারিখ=|কর্ম=|সংগ্রহের-তারিখ=২৮ নভেম্বর ২০১৮}}</ref>
 
== সাহিত্যকর্ম ==
রাইনের মারিয়া রিলকে তাঁরতার 'দুইনো এলিজি'কাব্যের জন্য বিখ্যাত হলেও জার্মান ও ফরাসি ভাষায় তিনি বহু কবিতা ও গদ্য লিখে গেছেন। ''Das Stunden-Buch'' ("ঘণ্টার বই") (১৯০৫) হল তিনটি কবিতার সম্পূর্ণ সংকলন। বিশ শতকের গোড়ার দিকে রাশিয়ায় ভ্রমণকালে সেন্ট ফ্রান্সিস ও [[খ্রিস্ট ধর্ম|খ্রিশ্চান]] ধর্মের ঈশ্বরবিশ্বাস নিয়ে কবিতাগুলি লেখা।
 
''Die Aufzeichnungen des Malte Laurids'' ("মাল্ট লরিডস ব্রিজের নোটবুক") (১৯১০) জার্মান ভাষায় লেখা রিলকের একমাত্র আত্মজৈবনিক ধাঁচের উপন্যাস। "যৌবনে লেখা বইগুলিতে রিলকে বারবার নিঃসঙ্গতার প্রসঙ্গে ফিরে আসছেন,'মাল্টে'তে তা গম্ভীর ও ভারি হয়ে ঝুলে আছে বাংলাদেশের শ্রাবণ মাসে মেঘাছন্ন, বৃষ্টিহীন আকাশের মতো। কিন্তু যে-নিঃসঙ্গতাশ মাল্টে ছিলো পীড়িত, রিলকে তাকে ঐশ্বর্যে রূপান্তরিত করেন।"
 
===দুইনো এলিজি===
১৯১২ সাল থেকে কাউন্টেস মারি ভন থার্ন এর অতিথি হয়ে দুইনো ক্যাসল এ থাকতে শুরু করেন। ১৯১২ থেকে ১৯২২ এই সময়েই তিনি তাঁরতার বিখ্যাত এলিজিগুলো লেখেন। মাঝে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অবসাদগ্রস্ত হয়ে কয়েকবছর লেখা বন্ধ রাখেন। এলিজিগুলোর গীতিকাব্যময়তা ও মিস্টিসিজমের পাশাপাশি অস্তিত্ত্বের টানাপোড়েন একটি বিশেষ বৈশিষ্ট্য হয়ে উঠেছে।রিলকে ইম্প্রেশনিস্ট কবি,তাই খ্রিশ্চান ধর্ম ও বিশ্বাস নিয়ে প্রতীকী দৃষ্টিভঙ্গি কবিতাগুলোর বিশেষত্ব।
 
==তথ্যসূত্র==
৩৭ নং লাইন:
 
{{পূর্বনির্ধারিতবাছাই:রিলকে, রাইনার মারিয়া}}
 
[[বিষয়শ্রেণী:১৮৭৫-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯২৬-এ মৃত্যু]]