সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১০ নং লাইন:
|occupation = [[রাজনীতি]], [[শিক্ষা]], বিচার ব্যবস্থা
|awards=|image=[[File:Statue of Surendranath Banerjee.jpg|thumb|সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মুর্তি, কার্জন পার্ক, কলকাতা]]}}
'''স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জী''' (জন্ম: [[১০ নভেম্বর]], [[১৮৪৮]] - মৃত্যু: [[৬ আগস্ট]], [[১৯২৫]]) [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] [[ভারতের স্বাধীনতা আন্দোলন|স্বাধীনতা আন্দোলনের]] প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। পরে এ দলটিকে নিয়ে তিনি [[ভারতীয় জাতীয় কংগ্রেস|ভারতীয় জাতীয় কংগ্রেসে]] যোগ দেন। তাঁকেতাকে '''রাষ্ট্রগুরু''' সম্মানে ভূষিত করা হয়েছিল।
 
== পারিবারিক জীবন ==
১৮৪৮ সালের ৩০ নভেম্বর [[কলকাতা|কলকাতায়]] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। তাঁরতার বাবা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন ঐ যুগের একজন স্বনামধন্য চিকিৎসক।
 
== শিক্ষা ও কর্মজীবনের সূচনা ==
৩২ নং লাইন:
[[শিক্ষক]] হিসেবে স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জী ছাত্রদেরকে ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উজ্জ্বীবিত, অনুপ্রাণিত তথা উদ্বুদ্ধ করতে ব্যাপক ভূমিকা পালন করেন। একই সাথে তিনি ভারতীয়দের একতাবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ে [[বক্তৃতা]] দিতে শুরু করেন। ঊনবিংশ শতকে [[রাজা রামমোহন রায়|রাজা রামমোহন রায়ের]] নির্দেশিত সমাজ-ধর্ম বিষয়ক পুণর্জাগরণের আন্দোলনকে আরো বেগবান করতে বিশেষভাবে সচেষ্ট ছিলেন।
 
কিন্তু সুরেন্দ্রনাথ কর্তৃক অনুসৃত সামাজিক সংস্কারে সমাজ সচেতন ব্যক্তিদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ থাকা সত্ত্বেও রাজনৈতিক ডামাডোলের কারণে তাঁরতার উদ্যোগ তেমন একটা সফলতা পায়নি। এছাড়াও, তিনি সমাজ পুণর্গঠনের অংশ হিসেবে বিশেষ করে [[বিধবা বিবাহ]], মেয়েদের অধিক বয়সে [[বিবাহ]] ইত্যাদি কর্মকাণ্ডে নিজেকে জড়ান।
 
== মহাপ্রয়াণ ==