ব্যাসিল গ্রীভ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৫ নং লাইন:
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৮৮৮-৮৯ মৌসুমে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] ব্যাসিল গ্রীভ অংশগ্রহণ করেছিলেন। হ্যারো স্কুলে অধ্যয়ন শেষের কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশুনো করেন।<ref>{{acad|id= GRV883BA|name=Grieve, Basil Arthur Firebrace}}</ref> সাধারণমানের ক্লাব ক্রিকেটারের চেয়ে তাঁরতার ক্রীড়াশৈলী ভালো ছিল না। হ্যারো ও মেরিলেবোন ক্রিকেট ক্লাবে থাকাবস্থায় উদ্বোধনী বোলার হিসেবে চমৎকারভাবে মিডিয়াম পেস বোলিং করতে পারতেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন ব্যাসিল গ্রীভ। ১২ মার্চ, ১৮৮৯ তারিখে পোর্ট এলিজাবেথে স্বাগতিক [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম খেলেন। এরপর, ২৫ মার্চ, ১৮৮৯ তারিখে কেপ টাউনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। অংশগ্রহণকৃত দুই টেস্টে তিনি বোলিংয়ে করার সুযোগ পাননি। ১৮৮৮-৮৯ মৌসুমে স্প্রিংবকদের বিপক্ষে প্রতিপক্ষের তুলনায় পূর্ণাঙ্গ শক্তিমত্তার দল প্রেরণের কথা বলা হলেও ঐ দলটি দূর্বলমানের কাউন্টি দলের বেশী ছিল না। তাসত্ত্বেও সফরকারী ইংরেজ দল বেশ স্বাচ্ছন্দ্যেই জয় পায়।
 
মেজর ওয়ারটনের নেতৃত্বে [[১৮৮৮-৮৯ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর|১৮৮৯]] সালে ইংরেজ দল দক্ষিণ আফ্রিকা গমন করে। অংশগ্রহণকৃত খেলা দুটি দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম দুইটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা ছিল। দক্ষিণ আফ্রিকার পক্ষে [[বার্নার্ড ট্যানক্রেড]], [[আর্থার অশি]], [[চার্লস ভিন্টসেন্ট]], [[Philip Hutchinson|ফিলিপ হাচিনসন]], [[ওয়েন ডানেল]], [[William Milton|উইলিয়াম মিল্টন]], [[Robert Stewart|রবার্ট স্টুয়ার্ট]], [[ফ্রেড স্মিথ]], [[Charlie Finlason|চার্লি ফিনলাসন]], [[গাস কেম্পিস]] ও ব্যাসিল গ্রীভ এবং ইংল্যান্ডের পক্ষে [[ফাঙ্ক হার্ন]], [[মন্টি বাউডেন]], [[Sir Aubrey Smith|স্যার অব্রে স্মিথ]], [[The Hon. Charles Coventry|সম্মানীয় চার্লস কভেন্ট্রি]] ও [[আর্নল্ড ফদারগিল|আর্নল্ড ফদারগিলের]] একযোগে তাঁরতার অভিষেক পর্ব সম্পন্ন হয়েছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.cricinfo.com/ci/engine/match/62426.html|শিরোনাম= England in South Africa (1888 &ndash; 1889): Scorecard of first Test|প্রকাশক=Cricinfo|সংগ্রহের-তারিখ=July 18, 2019}}</ref> খেলায় তিনি অপরাজিত ১৪ ও অপরাজিত ১২ রান করেন। ঐ খেলায় তাঁরতার দল ৮ উইকেটে জয়লাভ করে দুই টেস্টের গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
 
== দেহাবসান ==
[[ক্রিকেট]] খেলা থেকে অবসর গ্রহণের পর মদের ব্যবসায়ে জড়িত ছিলেন। ১৯ নভেম্বর, ১৯১৭ তারিখে ৫৩ বছর বয়সে সাসেক্সের ইস্টবোর্ন এলাকায় ব্যাসিল গ্রীভের দেহাবসান ঘটে। ক্রিকেট বিশ্বে তাঁরতার অবদানকে স্বীকৃতি দিতে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেনে]] তাঁরতার মৃত্যুতে তিন বাক্যের স্মরণিকা প্রকাশ করে। তবে, এতে ইংল্যান্ডের পক্ষে তাঁরতার অংশগ্রহণের কথা তুলে ধরা হয়নি।
 
== তথ্যসূত্র ==