দেবেন্দ্রনাথ ঠাকুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
FR30799386 (আলোচনা | অবদান)
Undid revision 3462749 by 157.51.24.242 (talk) messing up the article (quickUndo)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৩ নং লাইন:
}}
 
'''মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর'''( [[১৫ মে]] ,[[১৮১৭]] – [[১৯ জানুয়ারি]], [[১৯০৫]])ছিলেন একজন [[ব্রাহ্মধর্ম]] প্রচারক ও [[দার্শনিক]]। [[১৮১৭]] সালের [[১৫ মে]] [[কলকাতা|কলকাতার]] [[জোড়াসাঁকো ঠাকুরবাড়ি|জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে]] তিনি জন্মগ্রহণ করেন। তাঁরতার পিতা [[দ্বারকানাথ ঠাকুর|প্রিন্স দ্বারকানাথ ঠাকুর]] এবং [[মাতা দিগম্বরী দেবী]]। বিশ্বকবি [[রবীন্দ্রনাথ ঠাকুর]] তাঁরতার কনিষ্ঠ পুত্র।
 
==পারিবারিক ইতিহাস==
ঠাকুর পরিবারের আদি পদবী কুশারী এবং আদিনিবাস অধুনা [[পশ্চিমবঙ্গের]] [[বর্ধমান]] জেলার কুশ নামক গ্রামে ৷এঁরা হলেন রাঢ়ী গোত্রীয় ব্রাহ্মণ ৷রবীন্দ্রজীবনীকার শ্রী প্রভাত মুখোপাধ্যায় তাঁরতার "রবীন্দ্রজীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশিকা" গ্রন্থের প্রথম খন্ডের ২ নং পৃষ্ঠায় ঠাকুর পরিবারের বংশপরিচয় দিতে গিয়ে উল্লেখ করেছেন, "কুশারীরা হলেন [[ভট্টনারায়ণের]] পুত্র দীন কুশারীর বংশজাত; দীন মহারাজ ক্ষিতিশূরের নিকট "কুশ" নামক গ্রাম ([[বর্ধমান]] জিলা) পাইয়া গ্রামীণ হন এবং কুশারী নামে খ্যাত হন ৷দীন কুশারীর অষ্টম কি দশম পুরুষ পরে জগন্নাথ ৷"<ref>"https://ia801600.us.archive.org/BookReader/BookReaderImages.php?zip=/5/items/in.ernet.dli.2015.339410/2015.339410.Rabindrajibani-O_jp2.zip&file=2015.339410.Rabindrajibani-O_jp2/2015.339410.Rabindrajibani-O_0041.jp2&scale=13.50599520383693&rotate=0"</ref>
 
== শিক্ষা ও কর্মজীবন ==
২৫ নং লাইন:
দেবেন্দ্রনাথ পূজা-পার্বণাদি বন্ধ করে ‘[[মাঘ উৎসব]]’, ‘[[নববর্ষ]]’, ‘[[দীক্ষা দিন]]’ ইত্যাদি উৎসব প্রবর্তন করেন। [[১৮৬৭]] সালে তিনি [[বীরভূমের]] ভুবনডাঙ্গা নামে একটি বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রম স্থাপন করেন। এই আশ্রমই আজকের বিখ্যাত [[শান্তিনিকেতন]] । এছাড়াও তিনি হিন্দু চ্যারিট্যাবল ইনস্টিটিউশনের [[বেথুন সোসাইটি|বেথুন সোসাইটির]] অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
 
দেবেন্দ্রনাথ কিছুদিন রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। [[১৮৫১]] সালের ৩১ অক্টোবর [[ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন]] স্থাপিত হলে তিনি তার সম্পাদক নিযুক্ত হন। তিনি দরিদ্র গ্রামবাসীদের চৌকিদারি কর মওকুফের জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং ভারতের স্বায়ত্তশাসনের দাবি সম্বলিত একটি পত্র ব্রিটিশ পার্লামেন্টে প্রেরণ করেন। দেবেন্দ্রনাথ [[বিধবাবিবাহ]] প্রচলনে উৎসাহী ছিলেন, তবে বাল্য ও বহু বিবাহের বিরোধী ছিলেন। শিক্ষাবিস্তারেও তাঁর বিশেষ অবদান ছিল। খ্রিষ্টধর্মের প্রভাব থেকে ভারতীয় যুবকদের রক্ষার জন্য [[১৮৬৭]] সালে [[রাধাকান্ত দেব]] তাঁকে ‘জাতীয় ধর্মের পরিরক্ষক’ ও ব্রাহ্ম সমাজ ‘মহর্ষি’ উপাধিতে ভূষিত করে। [[১৯০৫]] সালের [[১৯ জানুয়ারি]] [[কলকাতা|কলকাতায়]] তাঁরতার জীবনাবসান ঘটে।
 
== তথ্যসূত্র ==