১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
২টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta15)
৩৮ নং লাইন:
 
== হত্যাকাণ্ডের পরিকল্পনা ==
[[চিত্র:Raoরাও Farmanফরমান aliআলি.jpg|thumb|180px|মেজর জেনারেল [[রাও ফরমান আলি]], পাকিস্তানী বাহিনীর পক্ষে বুদ্ধিজীবী হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী।]]
[[২৫ মার্চ]] রাতে [[অপারেশন সার্চলাইট|অপারেশন সার্চলাইটের]] পরিকল্পনার সাথে একসাথেই বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করা হয়। পাকিস্তানী সেনারা অপারেশন চলাকালীন সময়ে খুঁজে-খুঁজে বুদ্ধিজীবীদের হত্যা করতে থাকে।<ref>[http://www.state.gov/documents/organization/48049.pdf Telegram 978 From the Consulate General in Dacca to the Department of State, March 29, 1971, 1130Z]</ref> [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] অনেক শিক্ষককে ২৫শে মার্চের রাতেই হত্যা করা হয়। তবে, পরিকল্পিত হত্যার ব্যাপক অংশটি ঘটে যুদ্ধ শেষ হবার মাত্র কয়েকদিন আগে। যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের প্রশিক্ষিত আধা-সামরিক বাহিনী আল-বদর এবং আল-শামস বাহিনী একটি তালিকা তৈরি করে, যেখানে এই সব স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের নাম অন্তর্ভুক্ত করা হয়।<ref name="askari05star">Dr. Rashid Askari, [http://www.thedailystar.net/2005/12/14/d51214020321.htm "Our martyerd intellectuals"], editorial, the Daily Star, December 14, 2005</ref> ধারণা করা হয় পাকিস্তানী বাহিনীর পক্ষে এ কাজের মূল পরিকল্পনাকারী ছিল মেজর জেনারেল [[রাও ফরমান আলি]]।<ref name=bangla>দৈনিক বাংলা, ২৩ ডিসেম্বর ১৯৭১</ref> কারণ স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত বঙ্গভবন থেকে তার স্বহস্তে লিখিত ডায়েরী পাওয়া যায় যাতে অনেক নিহত ও জীবিত বুদ্ধিজীবীর নাম পাওয়া যায়।<ref name=pakistani>{{বই উদ্ধৃতি|শেষাংশ= মুনতাসীর মামুন ও মহিউদ্দিন আহমেদ সম্পাদিত |শিরোনাম= পাকিস্তানীদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ |প্রকাশক= দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড |আইএসবিএন= 984-05-0274-3}}</ref> এছাড়া আইয়ুব শাসন আমলের তথ্য সচিব আলতাফ গওহরের এক সাক্ষাৎকার হতে জানা যায় যে, ফরমান আলীর তালিকায় তার বন্ধু কবি [[সানাউল হক|সানাউল হকের]] নাম ছিল। ''আলতাফ গওহরে''র অনুরোধক্রমে রাও ফরমান আলি তার ডায়েরীর লিস্ট থেকে ''সানাউল হকে''র নাম কেটে দেন। এছাড়া আলবদরদের জন্য গাড়ির ব্যবস্থা তিনিই করেছিলেন বলে তার ডায়েরীতে একটি নোট পাওয়া যায়।<ref name=murder/>