হুমায়ূন আহমেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
০টি উৎস উদ্ধার করা হল ও ১টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১০৯ নং লাইন:
==== বিবাহবিচ্ছেদ ও দ্বিতীয় বিবাহ ====
[[চিত্র:Meher Afroz Shaon (12) (cropped).jpg|থাম্ব|200px|আহমেদের দ্বিতীয় স্ত্রী [[মেহের আফরোজ শাওন]]।]]
১৯৯০ সালের মধ্যভাগ থেকে তার কন্যা শীলার সমবয়সী এবং তার বেশ কিছু নাটক-চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী [[মেহের আফরোজ শাওন|শাওনের]] সাথে হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠতা জন্মে। এর ফলে সৃষ্ট পারিবারিক অশান্তির অবসানকল্পে ২০০৩ সালে গুলতেকিনের সঙ্গে তাঁরতার বিচ্ছেদ হয় এবং ঐ বছরই শাওনকে বিয়ে করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Humayun Ahmed passes away |ইউআরএল=http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=6049c4764e4f172b968de04fc828df34&nttl=2013012847938 |সংবাদপত্র=বাংলানিউজটোয়েন্টিফোর.কম|ভাষা=ইংরেজি |তারিখ=১৯ জুলাই ২০১২ |সংগ্রহের-তারিখ=১৬ নভেম্বর ২০১৭ |অকার্যকর-ইউআরএল=yes |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20131203080028/http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=6049c4764e4f172b968de04fc828df34&nttl=2013012847938 |আর্কাইভের-তারিখ=3 December 2013 }}</ref> এ ঘরে তাদের তিন ছেলে-মেয়ে জন্মগ্রহণ করে। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়। এ কন্যার নাম তিনি রাখতে চেয়েছিলেন লীলাবতী। ছেলেদের নাম নিষাদ ও নিনিত হুমায়ূন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Humayun Ahmed turns 63- Absence makes the heart grow fonder|ইউআরএল=http://news.priyo.com/entertainment/2011/11/13/humayun-ahmed-turns-63-absence-42368.html|কর্ম=প্রিয়.কম|সংগ্রহের-তারিখ=১২ মার্চ ২০১৮|তারিখ=১৩ নভেম্বর ২০১১|অকার্যকর-ইউআরএল=yes|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120721123624/http://news.priyo.com/entertainment/2011/11/13/humayun-ahmed-turns-63-absence-42368.html|আর্কাইভের-তারিখ=২১ জুলাই ২০১২|df=dmy-all}}</ref>
 
এছাড়াও হুমায়ূন আহমেদের লেখা [[উপন্যাস]] অবলম্বনে নির্মিত হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে ২০০৬ সালে [[মোরশেদুল ইসলাম]] পরিচালিত ''[[দূরত্ব (চলচ্চিত্র)|দূরত্ব]]'', [[বেলাল আহমেদ]] পরিচালিত ''[[নন্দিত নরকে (চলচ্চিত্র)|নন্দিত নরকে]]'' এবং [[আবু সাইয়ীদ]] পরিচালিত ''[[নিরন্তর]]''। ২০০৭-এ শাহ আলম কিরণ পরিচালিত ''[[সাজঘর]]'' এবং [[তৌকির আহমেদ]] নির্মাণ করেন বহুল আলোচিত চলচ্চিত্র ''[[দারুচিনি দ্বীপ (চলচ্চিত্র)|দারুচিনি দ্বীপ]]''। এ সময়ে তিনি হাস্যরসাত্মক ''[[নয় নম্বর বিপদ সংকেত]]'' (২০০৭) এবং ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ''[[আমার আছে জল]]'' (২০০৮) নির্মাণ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://bangla.newsnextbd.com/article121972.nnbd/ |শিরোনাম=হুমায়ূন আহমেদ এর ৮ চলচ্চিত্র |প্রকাশক=নিউজনেক্সটবিডি |তারিখ=১৩ নভেম্বর ২০১৪ |সংগ্রহের-তারিখ=১ মে ২০১৬ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20150107163807/http://bangla.newsnextbd.com/article121972.nnbd/ |আর্কাইভের-তারিখ=৭ জানুয়ারি ২০১৫ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
১২২ নং লাইন:
==== ক্যান্সার ও মৃত্যু ====
[[চিত্র:Grave of Humayun Ahmed .jpg|থাম্ব|ডান|200px|নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের কবর।]]
জীবনের শেষভাগে [[ঢাকা]] শহরের অভিজাত আবাসিক এলাকা [[ধানমন্ডি|ধানমন্ডির]] ৩/এ রোডে নির্মিত ''দখিন হাওয়া'' ভবনের একটি ফ্লাটে তিনি বসবাস করতেন। খুব ভোর বেলা ওঠা অভ্যাস ছিল তাঁরতার, ভোর থেকে সকাল ১০-১১ অবধি লিখতেন তিনি। মাটিতে বসে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কখনো অবসর পেলে ছবি আঁকতেন।
 
২০১১-এর সেপ্টেম্বের মাসে [[সিঙ্গাপুর|সিঙ্গাপুরে]] ডাক্তারী চিকিৎসার সময় তার দেহে [[মলাশয়ের ক্যান্সার]] ধরা পড়ে। তিনি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। তবে টিউমার বাইরে ছড়িয়ে না-পড়ায় সহজে তার চিকিৎসা প্রাথমিকভাবে সম্ভব হলেও অল্প সময়ের মাঝেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১২ দফায় তাকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর তার কিছুটা শারীরিক উন্নতি হলেও, শেষ মুহূর্তে শরীরে অজ্ঞাত ভাইরাস আক্রমণ করায় তার অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। [[মলাশয়ের ক্যান্সার|মলাশয়ের ক্যান্সারে]] আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন। কৃত্রিমভাবে লাইভ সাপোর্টে রাখার পর ১৯শে জুলাই ২০১২ তারিখে তিনি [[নিউ ইয়র্ক|নিউ ইয়র্কের]] বেলেভ্যু হাসপাতালে মৃত্যুবরণ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল= |শিরোনাম=নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ আর নেই |প্রকাশক=একাত্তর.টিভি |লেখক=মাহবুব সাঈফ |তারিখ=২০ জুলাই ২০১২ |সংগ্রহের-তারিখ=১ মে ২০১৬}}</ref> তাঁকেতাকে [[নুহাশ পল্লী]]তে দাফন করা হয়।
 
==রচনাশৈলী==
১৩৪ নং লাইন:
== উত্তরাধিকার ==
=== শ্রদ্ধাঞ্জলি ===
[[এক্সিম ব্যাংক (বাংলাদেশ)|এক্সিম ব্যাংক]]-অন্যদিনের যৌথ উদ্যোগে [[হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার]] প্রবর্তন করা হয়েছে। প্রতি বছর আহমেদের জন্মদিনে ১২ নভেম্বর দুজন সাহিত্যিককে এই পুরস্কার প্রদান করা হয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Literary award after Humayun introduced |ইউআরএল=http://newagebd.net/120690/literary-award-after-humayun-introduced/ |সংবাদপত্র=নিউ এজ |ভাষা=ইংরেজি |তারিখ=১৮ মে ২০১৫|সংগ্রহের-তারিখ=১৬ নভেম্বর ২০১৭}}</ref> ২০১৭ সালে তাঁরতার জন্মদিনে [[গুগল]] তাদের হোমপেজে হুমায়ূন আহমেদের গুগল ডুডল প্রদর্শন করে উদযাপন করে। গুগল ডুডলটিতে দেখা যায় চায়ের টেবিলে বই হাতে বসে আছেন হ‌ুমায়ূন আহমেদ। তাঁরতার তৈরি জনপ্রিয় চরিত্র [[হিমু (চরিত্র)|হিমু]] হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে যাচ্ছে। আর চারপাশে প্রকৃতির আবহ দিয়ে সাজানো হয়েছে ইংরেজি গুগল লেখাটি।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল =http://www.prothomalo.com/technology/article/1364336/|শিরোনাম =গুগলের ‘হ‌ুমায়ূন আহমেদ’ ডুডল|কর্ম=[[দৈনিক প্রথম আলো]] |তারিখ=১৩ নভেম্বর ২০১৭|সংগ্রহের-তারিখ =৪ মার্চ ২০১৮}}</ref>
 
=== অনুপ্রেরণা ===