টারটিয়াস বস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - নতুন অনুচ্ছেদ!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১২ নং লাইন:
| family = করবিন বস (পুত্র) ও ইথান বস (পুত্র)
| heightft =
| heightinch =
 
| batting = ডানহাতি
১০২ নং লাইন:
প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে দন্ত বিভাগের ছাত্র ছিলেন তিনি। ছাত্র অবস্থাতেই ১৯৮৬-৮৭ মৌসুমে ক্রিকেট অঙ্গনে অংশগ্রহণ করতে থাকেন।<ref>http://www.espncricinfo.com/wctimeline/content/story/87369.html Tertius Bosch passes away Retrieved June 25, 2011</ref>
 
১২ এপ্রিল, ১৯৯২ তারিখে ব্রিজটাউনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে তাঁর।তার। এটিই তাঁরতার [[এক টেস্টের বিস্ময়কারী|টেস্টে একমাত্র]] অংশগ্রহণ ছিল। একই বছরে দুইটি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন টারটিয়াস বস।
 
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপে [[কেপলার ওয়েসেলস|কেপলার ওয়েসেলসের]] নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।<ref>[http://www.worldcupofcricket.com/squads-1992-cricket-world-cup.php 1992 Cricket World Cup Squads. worldcupofcricket.com.]</ref> ঐ প্রতিযোগিতায় তাঁরতার দল বৃষ্টিবিঘ্নিত খেলায় সেমি-ফাইনালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে [[ফলাফল (ক্রিকেট)|পরাজিত]] হবার মাধ্যমে বিদায় নেয়।
 
== দেহাবসান ==
কোয়াজুলু-নাটালের ওয়েস্টভিল এলাকায় ১৪ ফেব্রুয়ারি, ২০০০ তারিখে মাত্র ৩৪ বছর বয়সে তাঁরতার দেহাবসান ঘটে। তিনি [[গুলেন বারি সিনড্রোম]] রোগে ভুগছিলেন। তবে, তাঁরতার স্ত্রী কারেন অ্যান এ মৃত্যুতে বিষক্রিয়ার সম্পৃক্ততার অভিযোগ আনেন। ২০০৩ সালে বসের বোন উচ্চ আদালতে কারেনের সম্পত্তির মালিকানার দাবীদারের বিষয়ে সফলতার সাথে আবেদন করেন। ২০০৫ সালে বসের মৃতদেহ কুইন্সবার্গ সমাহিতক্ষেত্র থেকে উত্তোলন করা হয়। তাঁরতার ভাই-বোনেরা ব্যক্তিগতভাবে গোয়েন্দা নিয়োগ করেন ও পরবর্তীতে স্ত্রীর অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়। এছাড়াও, কারেনের বিষয়ে গোয়েন্দা নিয়োগ করা হয়।
 
তাঁরতার পুত্র করবিন বস প্রথম-শ্রেণীর ক্রিকেটার ও অপর পুত্র ইথান বস রয়েছে।
 
== তথ্যসূত্র ==