হের্টা মুলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৪ নং লাইন:
| দাম্পত্যসঙ্গী = [[রিশার্ড ভাগনার (ঔপন্যাসিক)|রিশার্ড ভাগনার]]
}}
'''হের্টা মুলার'''<ref>এই জার্মান ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে [[উইকিপেডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ]]-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।</ref>({{lang-de|Herta Müller}}) ([[জন্ম]]: [[১৭ই আগস্ট]], [[১৯৫৩]]) রোমানিয়ায় বংশোদ্ভূত জার্মান ঔপন্যাসিক। তিনি ২০০৯ খ্রিস্টাব্দে [[সাহিত্যে নোবেল পুরস্কার]] লাভ করেন। মুলার একাধারে কথাসাহিত্যিক, প্রবন্ধকার এবং [[কবি]] হিসেবে পরিচিত। তাঁরতার জন্ম রোমানিয়ায়। রোমানিয়ায় তাঁরতার ওপর সরকারি পীড়নের কারণে ১৯৮৭ খ্রিস্টাব্দে তিনি রোমানিয়া থেকে জার্মানি চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৭৩ থেকে ১৯৭৬ খ্রীস্টাব্দ পর্যন্ত তিনি তিমিসোয়ারা বিশ্ববিদ্যালয়ে জর্মণ ও রোমানীয় সাহিত্য অধ্যয়ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি রোমানীয় একনায়ক [[নিকোলাই চসেস্কু|চসেস্কুর]] বিরোধিতা করেন এবং মানুষের চিন্তা ও মত-প্রকাশের স্বাধীনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। ২০০৯-এ প্রকাশিত হয়েছে তাঁরতার সর্বশেষ উপন্যাস ''ডি আটেমশাউকেল''।
 
==প্রারম্ভিক জীবন==
রোমানিয়ার একটি জার্মান-প্রধান ছোট্ট গ্রামে তাঁরতার জন্ম [[১৯৫৩]] খ্রিস্টাব্দের [[১৭ আগস্ট]]।<ref name=bh>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=ভোরেরকাগজ.নেট |ইউআরএল=http://www.bhorerkagoj.net/content/2009/10/16/news0883.php |সংগ্রহের-তারিখ=১৭ অক্টোবর ২০০৯ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20091019223955/http://www.bhorerkagoj.net/content/2009/10/16/news0883.php |আর্কাইভের-তারিখ=১৯ অক্টোবর ২০০৯ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> জীবিকার অর্জন শুরু হয় একটি ট্র্যাক্টর নির্মাতা কারখানার ম্যানুয়াল বা নির্দেশিকা অনুবাদের কাজের মধ্য দিয়ে। এরই মধ্যে সিক্রেট পুলিশ তাঁকেতাকে [[গুপ্তচর|গুপ্তচরবৃত্তির]] প্রস্তাব দেয়। তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় নিপীড়নমূলক আচরণ। সিক্রেট পুলিশের নির্দেশে তাঁকেতাকে অফিসে কাজ করতে দেয়া হয়নি। শেষ পর্যন্ত তাঁকেতাকে ছাঁটাই করা হয়। গুজব ছড়ানো হয় তিনি সিক্রেট পুলিশের গুপ্তচর। তাঁরতার বাসা তল্লাশী করা হয়। নানাভাবে হেনস্থার শিকার হয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। এ সময় লেখালেখির মধ্যে একটি যাপনযোগ্য জীবনের ঠিকানার সন্ধান লাভ করেন। এভাবেই তিনি একজন লেখিকায় পরিণত হন।<ref>[http://archive.prothom-alo.com/detail/date/2009-10-16/news/12604]</ref> ১৯৮২ সাল প্রকাশ করেন প্রখম গ্রন্থ।<ref name=bh/>
 
==সাহিত্যিক চেতনা==
১৯৮৭-তে মুলার রোমানিয়া থেকে জামার্নিতে [[অভিবাসন|অভিবাসী]] হন। তা স্বত্ত্বেও রোমানিয়ার জীবন এখনও তাঁরতার সাহিত্যিক চিন্তা-চেতনার প্রধান উপজীব্য। মুলারের শৈশব-যৌবনের ৩০টি বছর কেটেছিল [[একনায়কতন্ত্র|একনায়কতান্ত্রিক]] রাষ্ট্রব্যবস্থার মধ্যে। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি চিন্তা ও প্রকাশের স্বাধীনতার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমি গল্প খুঁজি না, গল্প আমাকে খুজেঁ নেয়"। অন্যত্র বলেছেন, "আমি মুলত নিজের জন্য লিখি"। লেখার মধ্য দিয়েই বাস্তবতার প্রকৃত রূপটি সঠিকভাবে উপলব্ধ হয়। ফলে তাঁরতার অধিকাংশ কাহিনীতে আত্মজীবনীমূলক বৈশিষ্ট্য পরিস্ফুট। অন্যদিকে তাঁরতার ভাষাভঙ্গী ও কাহিনী বিন্যাস জটিল। তাঁরতার মাতৃভাষা জার্মান হলেও ভাষাশৈলীতে রোমানীয় ভাষা-সংস্কৃতির প্রভাব প্রত্যক্ষ হয়। লেখালেখির মধ্যেই জীবনধারণ করে আছেন মুলার। ইউরোপের রাজনীতি ও যুদ্ধগ্রস্ত মানুষের দুর্দশা তাঁকেতাকে ভাবায়। [[মিলোসেভিচ|মিলোসেভিচকে]] নিয়ে তাঁরতার মন্তব্য, "এ এমন এক লোক, যেখানেই সে যায়, নতুন নতুন সমাধিক্ষেত্র বানায়।"<ref>রেডিও ফ্রি ইওরোপ-এর রোমানিয়া-মালদোভা সার্ভিসের কর্মী মিরসিয়া ইয়োরগুলেস্কু কর্তৃক গৃহীত হের্টা মুলারের সাক্ষাৎকার, ১৯৯৯ খ্রীস্টাব্দ।।</ref>
 
==প্রকাশিত গ্রন্থাদি==
মুলারের প্রকাশিত উপন্যাসের সংখ্যা ২০ (২০০৯)। ১৯৮২ খ্রিস্টাব্দে তাঁরতার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়; এটি ছিল ১৫টি ছোট গল্পের সঙ্কলন যার শিরোনাম ''নিডারুঙেন'' (''Niederungen'')।<ref>http://www.nytimes.com/2009/10/09/books/09nobel.html?_r=1</ref> ১৯৮২ খ্রিস্টাব্দে এটি ইংরেজিতে অনূদিত ও প্রকাশিত হয় ''Nadirs‌'' প্রচ্ছদনামে। তাঁরতার বিভিন্ন গ্রন্থ ইংরেজি, ফরাসি, স্পেনীয় এবং সুয়েডীয় ভাষায় অনূদিত এবং প্রকাশিত হয়েছে।<ref>[http://nobelprize.org/nobel_prizes/literature/laureates/2009/bio-bibl.html]</ref>
 
===জার্মান ভাষায়===
৫০ নং লাইন:
==পুরস্কার==
===নোবেল পুরস্কার===
[[৮ অক্টোবর]] ২০০৯ সুইডিশ কমিটি ২০০৯ খ্রিস্টাব্দের সাহিত্যের নোবেল পুরস্কারের জন্য হের্টা মুলারের নাম ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, কবিতার একাগ্রতা এবং গদ্যের নিরাবরণতা দিয়ে তিনি উদ্বাস্তু ঊণ্মূল মানুষের জীবনমণ্ডপের চিত্র অঙ্কন করেছেন। আরো বলা হয়, তাঁরতার ভাষা তুলনারহিত, এবং একনায়কতন্ত্রী রাষ্ট্রব্যবস্থায় মানব জীবনের বাস্তব কাহিনী পাওয়া যায় তাঁরতার রচনাবলীতে। বিশ্বের সাহিত্য মহলে প্রায় অপরিচিত এবং স্বল্প পঠিত হের্টা মুলারকে নোবলের জন্য মনোনয়ন দেয়ায় বিশ্বব্যাপী প্রশ্ন ওঠে। ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার মূল্যমানের এই পুরস্কারের জন্য নির্বাচন স্বয়ং হের্টা মুলারকেও বিস্মিত করে।<ref>[http://artsbeat.blogs.nytimes.com/2009/10/08/herta-muller-wins-the-2009-nobel-prize-for-literature/?ref=global-home]</ref> নোবেল কর্তৃপক্ষের [[ওয়েবসাইট|ওয়েবসাইটে]] এ বৎসর একটি ভোটগ্রহণ প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ১২ অক্টোবর ২০০৯ পর্যন্ত ১১ হাজার ২৯২ জন ভোটদাতার মধ্যে ৯৩ শতাংশ তাঁরতার কোন লেখাই পড়েননি।<ref>http://archive.prothom-alo.com/detail/date/2009-10-16/news/12604</ref>[[১৯৯৯]]-এ [[গুণ্টার গ্রাস|গুণ্টার গ্রাসের]] পর তিনিই প্রথম জার্মান যাকে [[সাহিত্য|সাহিত্যের]] জন্য নোবেল পুরস্কার দেয়া হলো।
 
===অন্যান্য পুরস্কার===