স্টিভ রিক্সন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫০ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
১৯৭০-৭১ মৌসুমে [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|মেরিলেবোন ক্রিকেট ক্লাবের]] অস্ট্রেলিয়া সফরকালীন ষোল বছর বয়সে খেলতে নেমে রিক্সন দর্শকমহলে প্রথমবারের মতো সাড়া জাগান। সাউদার্ন নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে এমসিসি’র অংশগ্রহণকালে ইংরেজ উইকেট-রক্ষক [[অ্যালান নট|অ্যালান নটের]] কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসা লাভ করেন।<ref name=knott>Rollings, B. "Top players for cup challenge", ''[[The Canberra Times]]'', 22 October 1978, p. 22.</ref> এরপর সিডনিতে চলে যান ও ওয়াভার্লির পক্ষে খেলতে থাকেন। পরবর্তীতে ওয়েস্টার্ন সাবার্বসে স্থানান্তরিত হন। ১৯৭৭-৭৮ মৌসুমে [[বিশ্ব সিরিজ ক্রিকেট|বিশ্ব সিরিজ ক্রিকেটে]] [[রড মার্শ|রডনি মার্শের]] অংশগ্রহণের ফলে অস্ট্রেলীয় দলে উইকেট-রক্ষকরূপে যোগ দেন। তবে, মার্শের প্রত্যাবর্তন ঘটলে তিনি তাঁরতার স্থান হারান।
 
১৯৭৭-৭৮ মৌসুমে স্টিভ রিক্সনকে ভারতের বিপক্ষে খেলার জন্য অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। এরপর তিনি [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ]] গমন করেন। ১৯৭৮-৭৯ মৌসুমে [[জন ম্যাকলিন|জন ম্যাকলিনকে]] রিক্সনের স্থলাভিষিক্ত করা হয়।
৬১ নং লাইন:
খেলা থেকে অবসর নেয়ার পর [[কোচ (ক্রীড়া)|কোচিং]] জগতে প্রবেশ করেন। তন্মধ্যে, নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল, নিউ সাউথ ওয়েলস, সারে, ইন্ডিয়ান ক্রিকেট লীগে হায়দ্রাবাদ হিরোজসহ সিডনির দ্য স্কটস কলেজে এ দায়িত্বে ছিলেন স্টিভ রিক্সন। বর্তমানে চেন্নাই সুপার কিংসে ফিল্ডিং কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।
 
২০০৬-০৭ মৌসুমের অ্যাশেজ সিরিজ শেষে [[জন বুকানন]] অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যহতি নেয়ার পর রিক্সন এ দায়িত্ব গ্রহণে আগ্রহী ছিলেন। তবে তাঁকেতাকে এ দায়িত্বভার অর্পণ করা হয়নি ও [[টিম নিয়েলসন|টিম নিয়েলসনকে]] বুকাননের স্থলাভিষিক্ত করা হয়।
 
২৮ জুন, ২০১১ তারিখে [[মাইক ইয়ং|মাইক ইয়ংয়ের]] পরিবর্তে অস্ট্রেলিয়া দলের ফিল্ডিং কোচ হিসেবে তাঁকেতাকে নিযুক্ত করা হয়। ১৫ জুন, ২০১৬ তারিখে পাকিস্তান ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান কোচ [[মিকি আর্থার|মিকি আর্থারের]] সুপারিশক্রমে ফিল্ডিং কোচ হিসেবে তাঁকেতাকে মনোনীত করা হয়।
 
== তথ্যসূত্র ==