টিম মে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
অপ্রয়োজনীয় বিষয়শ্রেণী
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৮ নং লাইন:
১৯৮৮ সালে অস্ট্রেলীয় দলের সদস্যরূপে [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান]] গমন করেন। ঐ সফরের প্রস্তুতিমূলক খেলায় বিসিসিপি একাদশের বিপক্ষে [[পিটার স্লিপ]] পাঁচ উইকেট পান।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/50/50506.html]</ref> তবে, দল নির্বাচকমণ্ডলী প্রথম টেস্ট খেলার জন্য টিম মেকে প্রাধান্য দেয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://nla.gov.au/nla.news-article102071506 |শিরোনাম=Pakistan fights back in 1st Test. |সংবাদপত্র=[[The Canberra Times]] |তারিখ=16 September 1988 |সংগ্রহের-তারিখ=11 December 2014 |পাতা=24 |মাধ্যম=National Library of Australia}}</ref>
 
[[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডে]] অনুষ্ঠিত ১৯৯৩ সালের [[দি অ্যাশেজ|অ্যাশেজ সিরিজে]] ওয়ার্নের সাথে বোলিং জুটি গড়েন। এরপর থেকে তাঁরাতারা নিজেদের মধ্যে ৫৫ উইকেট ভাগাভাগি করে নেন। ১৯৯২-৯৩ মৌসুমে [[অ্যাডিলেড ওভাল|অ্যাডিলেড ওভালে]] সফরকারী [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে নিজস্ব সেরা ৫/৯ পান। ঐ টেস্টে নিজস্ব সেরা অপরাজিত ৪২ রান তুলেন তিনি। এরফলে ওয়েস্ট ইন্ডিজের দূর্দান্ত পেস আক্রমণ মোকাবেলা করে অস্ট্রেলিয়া অপ্রত্যাশিতভাবে জয় পায়।
 
== মূল্যায়ণ ==
অফস্পিন বোলার হিসেবে মে বলকে বেশ উঁচুতে নিয়ে যথেষ্ট নিপুণতার সাথে ঘোরাতে সক্ষমতা দেখিয়েছেন। এরফলে [[শেন ওয়ার্ন|শেন ওয়ার্নের]] উত্থানের পূর্ব-পর্যন্ত তাঁকেতাকে অস্ট্রেলিয়ার প্রথম-পছন্দের বোলারে পরিণত করেছিল।
 
১৯৮৮-৮৯ মৌসুমের [[শেফিল্ড শিল্ড|শেফিল্ড শিল্ডে]] বর্ষসেরা খেলোয়াড়ের [[পুরস্কার]] লাভ করেন তিনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www1.cricinfo.com/db/STATS/AUS/DOMESTIC/SS/SS_PLAYERS_OF_THE_YEAR.html|প্রকাশক=Cricinfo.com|শিরোনাম=Pura Cup Player of the Year|সংগ্রহের-তারিখ=৫ এপ্রিল ২০১৭|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20050427232626/http://www.cricinfo.com/db/STATS/AUS/DOMESTIC/SS/SS_PLAYERS_OF_THE_YEAR.html|আর্কাইভের-তারিখ=২৭ এপ্রিল ২০০৫|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] একটি [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরিও]] করেছেন। ফিল্ডিংয়ে তেমন সফলতা পাননি। ফলশ্রুতিতে তাঁকেতাকে প্রায়শঃই [[substitute (cricket)|দ্বাদশ ব্যক্তির]] ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে। ১৯৯২-৯৩ মৌসুমের [[World Series Cup|বিশ্ব সিরিজ কাপে]] আঘাতপ্রাপ্ত [[ডিন জোন্স|ডিন জোন্সের]] বিপরীতে মাঠে নামেন। কিন্তু এক্সট্রা কভার অঞ্চলে [[রমিজ রাজা|রমিজ রাজা’র]] সহজ ক্যাচ ছেড়ে দেন।
 
== অবসর ==
মে ২৪ [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও ৪৭টি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশ নিয়েছেন। কিন্তু আঘাতের কারণে তাঁকেতাকে খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিতে হয়েছে।
 
১৯৯৭ সালে নবগঠিত [[Australian Cricketers' Association|অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের]] সিইও মনোনীত হন। এরপর থেকে অস্ট্রেলীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে তুলে ধরতে সচেষ্ট হন। ১৯৯৮ সালে মেহেম শিরোনামে আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেন।
৬২ নং লাইন:
[[File:Tim May graph.PNG|thumb|150px|টিম মে’র টেস্ট খেলোয়াড়ী জীবনের ব্যাটিংশৈলী]]
== ফিকা ==
জুন, ২০০৫ সালে টেক্সাসের [[Austin, Texas|অস্টিনে]] অবস্থিত ফিকা’র সিইও হন। ২০০৪ সালে [[World Cricket Tsunami Appeal|বিশ্ব ক্রিকেট সুনামি আক্রান্তদের]] সহায়তায় খেলা আয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জুন, ২০১৩ সাল পর্যন্ত শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সংগঠন [[ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস|ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনসে]] (ফিকা) [[Chief Executive|প্রধান নির্বাহীর]] দায়িত্বে ছিলেন তিনি। জুন, ২০১৩ সালে ফিকা’র প্রথম প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকেতাকে অব্যহতি দেয়া হয়। তাঁরতার বিরুদ্ধে পেশাদার ক্রিকেটে [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে]] দূর্নীতি প্রতিরোধে ব্যর্থতা ও অবৈধ হস্তক্ষেপের বিষয়ে অভিযোগ আনা হয়।<ref>[http://www.espncricinfo.com/ci/content/story/639114.html?CMP=chrome Frustrated Tim May quits FICA] from [[ESPNcricinfo]] retrieved 5 June 2013</ref>
 
== তথ্যসূত্র ==