প্রবিষ্ট/বহির্গত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen ইনপুট/আউটপুট কে প্রবিষ্ট/বহির্গত শিরোনামে স্থানান্তর করেছেন: বাংলাকে অগ্রাধিকার দিয়ে করা শিরোনামে স্থানান্তর
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
১ নং লাইন:
{{copyedit|নিবন্ধের ইংরেজি পরিভাষাগুলির বাংলা অনুবাদ আবশ্যক।}}
{{copyedit|নিবন্ধে বাংলা পরিভাষাগুলিকে অগ্রাধিকার প্রদান আবশ্যক।}}
কম্পিউটার-সংক্রান্ত কর্মকাণ্ডে '''প্রবিষ্ট/বহির্গত''' পরিভাষা যুগল দিয়ে বহির্বিশ্বের (যেমন মানুষ) সাথে একটি তথ্য প্রক্রিয়াকারী ব্যবস্থার (যেমন কম্পিউটার যন্ত্রের) মধ্যকার যোগাযোগকে বোঝায়। কম্পিউটারে প্রদত্ত বা সরবরাহকৃত উপাত্ত বা সঙ্কেতকে '''প্রবিষ্ট উপাত্ত''' বলে এবং প্রক্রিয়াকরণ শেষে কম্পিউটার থেকে বেরিয়ে আসা উপাত্ত বা সঙ্কেতকে '''বহির্গত উপাত্ত''' বলে। এই দুই ধরনের উপাত্তের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলিকে যথাক্রমে '''উপাত্ত প্রবিষ্টকরণ''' এবং '''উপাত্ত বহির্গমন''' বলা হয়। ইংরেজি ভাষায় এই দুই ধরনের উপাত্ত ও কর্মকাণ্ড দুইটিকেউভয়কেই '''ইনপুট/আউটপুট''' বা সংক্ষেপে "'''আই/ও"''' (I/O) বলে।পরিভাষা যুগল দিয়ে নির্দেশ করা হয়।
 
বিভিন্ন ধরনের প্রবিষ্টকরণ যন্ত্র ও বহির্গমন যন্ত্র রয়েছে যেগুলি উপাত্ত প্রবিষ্টকরণ ও বহির্গমনের জন্য ব্যবহার করা হয়। যেমন, কিবোর্ড বা চাবিযন্ত্র, মাউস বা মূষিকযন্ত্র -- এগুলি হল প্রবিষ্টকরণ যন্ত্র; অন্যদিকে মনিটর বা দৃশ্যমান পর্দাযন্ত্র, প্রিন্টার বা মুদ্রণযন্ত্র --- এগুলি হলে বহির্গমন যন্ত্র। আবার ব্যতিক্রমও আছে যেমন মডেম, নেটওয়ার্ক কার্ড এগুলো উপাত্ত প্রবিষ্টকরণ এবং বহির্গমন — দুই ধরনের কাজই সম্পাদন করে।