জন ভইট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১২ নং লাইন:
| children = [[জেমস হ্যাভেন]] (পুত্র) <br> [[অ্যাঞ্জেলিনা জোলি]] (কন্যা)
}}
'''জোনাথন ভিনসেন্ট ‘জন’ ভইট''' ({{lang-en|Jonathan Vincent "Jon" Voight}}; জন্ম: [[২৯ ডিসেম্বর]], [[১৯৩৮]]) একজন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তিনি আলোচনায় আসেন ১৯৬৯-এর দশকের শেষে, [[একাডেমি পুরস্কার (সেরা চলচ্চিত্র)|একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র]] ''[[মিডিনাইট কাউবয়]]''-এ জো বাক চরিত্রে অভিনয়ের মাধ্যমে, এবং এই চরিত্রে অভিনয় করে তিনি তাঁরতার প্রথম একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। বেশকিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার ফলে ভয়ঘ্‌টের খ্যাতি ক্রমশঃ বাড়তে থাকে। এগুলোর মধ্যে আছে, ''[[ডেলিভারেন্স (চলচ্চিত্র)|ডেলিভারেন্স]]'' (১৯৭২) ও ''[[কামিং হোম]]'' (১৯৭৮)। ''কামিং হোম'' চলচ্চিত্রে অনবদ্য অভিনয় তাঁকেতাকে [[একাডেমি পুরস্কার (সেরা অভিনেতা)|সেরা অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] এনে দেয়। ২০০১ সালের জীবনীভিত্তিক চলচ্চিত্র ''[[আলি (চলচ্চিত্র)|আলি]]''-তে ক্রীড়াপ্রতিবেদক/সাংবাদিক [[হাওয়ার্ড কসেল]] চরিত্রে তাঁরতার অভিনয় সমালোচকদের প্রশংসা কাড়ে। ছবিটি তাঁকেতাকে তাঁরতার চতুর্থ একাডেমি পুরস্কার মনোনয় এনে দেয়। তিনি টিভি ধারাবাহিক ''[[২৪ (টিভি ধারাবাহিক)|২৪]]''-এর ''সেভেন্থ সিজন''-এ খলনায়ক জোন্স হজেস চরিত্রে অভিনয় করেছেন।
 
ভইট অভিনেত্রী [[অ্যাঞ্জেলিনা জোলি]] ও অভিনেতা [[জেমস হ্যাভেন|জেমস হ্যাভেনের]] পিতা, এবং সেই সাথে গায়ক-গীতিকার [[চিপ টেইলর|চিট টেইলরের]], ও ভূ-তাত্ত্বিক ব্যারি ভইটের ভাই। জোলি-পিট পরিবারের মাধ্যমে আসা ভইটের ছয় নাতি-নাতনী রয়েছে।
১৮ নং লাইন:
== প্রাথমিক জীবন ==
[[চিত্র:Jon Voight 20061212173130.jpg|থাম্ব|ডান|২০০৬ সালে জন ভইট]]
ভইট ১৯৩৮ সালের ২৯শে ডিসেম্বর নিউ ইয়র্কের ইয়ন্কার শহরে জন্মগ্রহণ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি||শিরোনাম=Jon Voight bio |কর্ম=[[দ্য নিউ ইয়র্ক টাইমস]]|তারিখ= |সংগ্রহের-তারিখ=১০ জুন ২০০৯|ইউআরএল=http://movies.nytimes.com/person/115561/Jon-Voight/biography}}</ref> তাঁরতার মা বারবার ক্যাম্প (৭ জানুয়ারি, ১৯১০ – ৩ ডিসেম্বর, ১৯৯৫) এবং বাবা এলমার ভইট (২৯ অক্টোবর, ১৯০৯ – জুন ১৯৭৩)। এলমার ভইট একজন পেশাদার গলফার ছিলেন। তাঁরতার নানা-নানী ছিলেন জার্মান এবং তাঁরতার বাবা-মা দুজনেই [[স্লোভাকিয়া|স্লোভাকিয়ার]] কোসাইস শহর থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। নিউ ইয়র্কের হোয়াই প্লেইনের আর্চবিশপ স্টেপিনাক হাই স্কুল-এ জন ভইট পড়াশোনা করেন। সেখান থেকেই অভিনয়ের প্রতি তাঁরতার আগ্রহের শুরু।
 
==ব্যক্তিগত জীবন==