জুস্ত ফোঁতেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪০ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
[[ইউএসএম কাসাব্ল্যাঙ্কা]] দলের মাধ্যমে ফন্তেইন তাঁরতার শৌখিন ক্রীড়া জীবন শুরু করেন। সেখানে তিনি ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত খেলেন। ১৯৫৩ সালে [[ওজিসি নিস|নিস]] দলের সদস্য নিযুক্ত হন ও তিন মৌসুমে ৪৪ গোল করেন। ১৯৫৬ সালে [[স্ট্যাড ডি রিমস]] দলে [[রেমন্ড কোপা|রেমন্ড কোপা'র]] সাথে খেলেছেন। সেখানে ছয় [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] ১২১ গোল করেন। এরপর কোপা'র সাথে তিনিও ১৯৫৮ সালে [[রিয়াল মাদ্রিদ ফুটবল দল|রিয়াল মাদ্রিদ]] দলের পক্ষে খেলেন।
 
[[লিগ ১]]-এ সর্বমোট ২০০ খেলায় ১৬৫ গোল করেন এবং দলকে ১৯৫৮ ও ১৯৬০ সালে [[শিরোপা]] এনে দেন।
 
== জাতীয় দল ==
ফ্রান্স জাতীয় দলের পক্ষে নীল শার্ট পরিধান করে খেলেন যাতে তাঁরতার অংশগ্রহণ ছিল আরও চমকপ্রদ। ১৭ ডিসেম্বর, ১৯৫৩ সালে অভিষিক্ত ফোঁতেন [[লুক্সেমবার্গ জাতীয় ফুটবল দল|লুক্সেমবার্গের]] বিপক্ষে [[হ্যাট্রিক (ফুটবল)|হ্যাট্রিক]] করে যাতে দলটি ৮-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। জাতীয় দলের হয়ে ৭ বছরে ২১ খেলায় অংশ নিয়ে ৩০ গোল করেন।
 
ফোঁতেন ১৯৫৮ সালের ফিফা বিশ্বকাপের অবিশ্বাস্য ব্যক্তিগত নৈপুণ্যের জন্য স্মরণীয় হয়ে আছেন। মাত্র ছয় খেলায় তিনি ১৩ গোল করেছেন। তন্মধ্যে [[পশ্চিম জার্মানি জাতীয় ফুটবল দল|পশ্চিম জার্মানির]] বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় চারটি গোল করেছিলেন। এ বিপুলসংখ্যক গোল অদ্যাবধি যে-কোন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডরূপে চিহ্নিত হয়ে আছে।<ref>[http://www.fifa.com/worldcup/archive/edition=15/overview.html "1958 FIFA World Cup Sweden ™". FIFA.com. Retrieved 28 April 2011.]</ref> এরফলে তিনি [[ফিফা বিশ্বকাপ পুরস্কার|গোল্ডেন বুট]] [[পুরস্কার]] পান।
 
== অবসর ==
১৯৬২ সালে জুলাই মাসে ফোঁতেন তাঁরতার সর্বশেষ ফুটবল খেলায় অংশ নেন। মাত্র ২৮ বছর ১১ মাস বয়সে তিনি আঘাতজনিত কারণে [[অবসর]] নিতে বাধ্য হয়। এরপর ১৯৬৭ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ফরাসী জাতীয় দল পরিচালনার দায়িত্বে ছিলেন। কিন্তু দুই খেলার পরপরই তিনি পরিবর্তিত হন। কেননা দু'টি [[প্রীতি খেলা|প্রীতি খেলাতেই]] দলটি পরাজিত হয়েছিল।
 
১৯৮০ সালে [[মরক্কো জাতীয় ফুটবল দল|মরক্কো জাতীয় দলের]] [[কোচ (ক্রীড়া)|কোচ]] থাকা অবস্থায় তিনি [[এটলাস লায়ন্স|এটলাস লায়ন্সকে]] [[আফ্রিকান নেশন্স কাপ|আফ্রিকান নেশন্স কাপে]] ৩য় স্থান এনে দেন। [[বাদৌ জকি]], [[মোহাম্মদ তিমৌমি]] এবং [[আজিজ বৌদারবালা]] প্রমূখ খেলোয়াড়েরা তাঁরতার হাত দিয়েই বেড়ে উঠেছেন। [[১৯৮২ ফিফা বিশ্বকাপ|১৯৮২ সালের]] বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দলকে নিয়ে আসেন। কিন্তু তারা [[ক্যামেরুন জাতীয় ফুটবল দল|ক্যামেরুনের]] কাছে পরাভূত হয়।
 
২০১০ সালে [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকায়]] অনুষ্ঠিত [[২০১০ ফিফা বিশ্বকাপ|বিশ্বকাপ ফুটবলে]] ফরাসী দলের দূর্বল খেলায় ব্যাপক সমালোচনা করেন।<ref>[http://soccernet.espn.go.com/world-cup/story/_/id/796025/ce/uk/?cc=3888&ver=global "France legend Fontaine blasts forwards". ESPN. 11 July 2010. Retrieved 28 April 2011.]</ref> বিশেষ করে [[ফরোয়ার্ড|ফরোয়ার্ডদের]] ব্যার্থতায় দলটি গ্রুপ পর্বেই বিতাড়িত হয়। [[উরুগুয়ে জাতীয় ফুটবল দল|উরুগুয়ের]] সাথে ড্র এবং [[মেক্সিকো জাতীয় ফুটবল দল|মেক্সিকো]] ও [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে ফ্রান্স দলটি পরাজিত হয়েছিল।
 
== সম্মাননা ==
২০০৪ সালের মার্চ মাসে বিশ্ব ফুটবলের কিংবদন্তি [[পেলে]] কর্তৃক [[ফিফা ১০০]] তালিকায় অন্যান্য জীবিত ১২৫ জন বিখ্যাত ফুটবলারের পাশে তাঁরতার নামও অন্তর্ভুক্ত হয়। নভেম্বর, ২০০৩ সালে [[উয়েফা|উয়েফা’র]] [[উয়েফা’র পঞ্চাশতম বার্ষিকী পুরস্কার|পঞ্চাশতম বার্ষিকী পুরস্কার]] বিতরণী অনুষ্ঠানে [[ফরাসী ফুটবল ফেডারেশন]] কর্তৃক তিনি সেরা ফরাসী খেলোয়াড়রূপে মনোনীত হন।<ref>[http://www.uefa.com/uefa/news/Kind=256/newsId=130150.html www.uefa.com]</ref>
 
১৯৬১ সালে [[ইউগিন এন’জো লি|ইউগিন এন’জো লিয়ের]] সাথে ফন্তেইন [[পেশাদার ফুটবল খেলোয়াড়দের জাতীয় সংগঠন]] প্রতিষ্ঠা করতে সহায়তা করেন।