আইনুন নিশাত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
 
==প্রারম্ভিক জীবন==
আইনুন নিশাত ১৯৪৮ সালের ২৯ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান [[বাংলাদেশ]]) [[কিশোরগঞ্জ জেলা]]র [[বাজিতপুর উপজেলা]]য় জন্মগ্রহণ করেন। তার পিতা [[গাজী শামছুর রহমান]] ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশী আইনবিদ ও আইন সংস্কারক। তার জন্মের সময় তার পিতা বাজিতপুরে সহকারী জর্জ হিসেবে কর্মরত ছিলেন। তার শৈশবে তার বাবা বদলি হন [[জামালপুর জেলা|জামালপুর]], [[মুন্সিগঞ্জ জেলা|মুন্সিগঞ্জ]] ও [[পঞ্চগড় জেলা|পঞ্চগড়ে]]। এই সময়ে তিনি কোন বিদ্যালয়ে পড়াশুনা করেননি। তার বাবা পঞ্চগড়ে বদলি হওয়ার পর তিনি সেখানে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে একেবারে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। এই স্কুলে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ার পর তার বাবার বদলি হয় [[বগুড়া জেলা|বগুড়ায়]]।
 
বগুড়া জিলা স্কুলে তিনি তিন-চার মাস পড়াশুনা করেন। পরে তার বাবার বদলি হয় [[নোয়াখালী জেলা]]য়। নোয়াখালী জিলা স্কুলে পঞ্চম শ্রেণির পাঠ শেষ করেন। পরে তার বাবা বদলি হন [[সিলেট জেলা|সিলেটে]]। সিলেট থেকে আসেন ঢাকায়। ঢাকায় ছয়মাস থাকাকালীন পড়াশুনা করেন ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে। ঢাকা থেকে বদলি হন [[দিনাজপুর জেলা|দিনাজপুরে]]। সেখানে দুই বছর পড়াশুনা করেন দিনাজপুর জিলা স্কুলে। সেখান থেকে আবার ঢাকা আসেন এবং নিশাত ভর্তি হন [[ঢাকা কলেজিয়েট স্কুল|ঢাকা কলেজিয়েট স্কুলে]]। এই স্কুল থেকে ১৯৬৩ সালে তিনি মেট্রিক পাশ করেন।<ref name="পানি-জলবায়ু">{{সংবাদ উদ্ধৃতি |প্রথমাংশ=ফারুক |শেষাংশ=আহমেদ |শিরোনাম=পানি, জলবায়ু এবং একজন আইনুন নিশাত |ইউআরএল=http://www.ittefaq.com.bd/print-edition/pothikrit/2017/02/01/172804.html |সংবাদপত্র=[[দৈনিক ইত্তেফাক]] |তারিখ=১ ফেব্রুয়ারি ২০১৭ |সংগ্রহের-তারিখ=৩ আগস্ট ২০১৭}}</ref>