জেমস ক্যামেরন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৫ নং লাইন:
| footnotes =
}}
'''জেমস ফ্রান্সিস ক্যামেরন''' (জন্ম: [[১৬ই আগস্ট]], [[১৯৫৪]]) [[একাডেমি পুরস্কার]] বিজয়ী কানাডীয়-মার্কিন [[চলচ্চিত্র পরিচালক]], [[চলচ্চিত্র প্রযোজক|প্রযোজক]] ও [[চিত্রনাট্য]] লেখক। মূলত অ্যাকশনধর্মী ও [[বৈজ্ঞানিক কল্পকাহিনী|বৈজ্ঞানিক কল্পকাহিনীমূলক]] চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি বিখ্যাত। এ ধরনের ছবিগুলোতে তাঁরতার উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যায়। একই সাথে সেগুলোর ব্যবসায়িক সফলতাও লক্ষণীয়। তার চলচ্চিত্র নির্মাণের মুখ্য বিষয়বস্তু হল মানুষের সাথে প্রযুক্তির সম্পর্ক। ক্যামেরন ''[[টাইটানিক (১৯৯৭-এর চলচ্চিত্র)|টাইটানিক]]'' ছবিটি রচনা, পরিচালনা ও সম্পাদনা করেছেন। ১১টি বিষয়শ্রেণীতে [[অস্কার]] জয়ের পাশাপাশি এই ছবিটি বিশ্বব্যাপী বিপুল আয় করেছিল। মুদ্রাস্ফীতি বাদ দিলে এটিই পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা [[চলচ্চিত্র]]। এর মোট আয়ের পরিমাণ ছিল ১.৮ বিলিয়ন মার্কিন ডলার।
 
এছাড়া ক্যামেরন ''টার্মিনেটর'' ফ্রানচাইজ নির্মাণ করেছেন। নিজেই ''[[দ্য টারমিনেটর]]'' ও ''[[টার্মিনেটর ২: জাজমেন্ট ডে]]'' ছবি দুটির পরিচালক ও লেখক ছিলেন। মুদ্রাস্ফীতির বিবেচনা না করলে সিনেমা নির্মাণ করে তিনি এখন পর্যন্ত আয় করেছেন প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার।<ref>http://boxofficemojo.com/people/chart/?id=jamescameron.htm</ref> ''টাইটানিক''-এর বিপুল সফলতার পর ক্যামেরন মূলত [[প্রামাণ্যচিত্র]] নির্মাণে মনোযোগ দিয়েছেন। এর পাশাপাশি তিনি ত্রিমাত্রিক ক্যামেরন/পেইস ফিউশন ক্যামেরা সিস্টেমের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ''[[অ্যাভাটর (চলচ্চিত্র)|অ্যাভাটর]]'' ছবি নির্মাণের মাধ্যমে তিনি পুণরায় পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণের ধারায় ফিরে আসবেন। এই ছবি নির্মাণের ক্ষেত্রে ফিউশন ক্যামেরা সিস্টেমের ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ২০০৯-এর ডিসেম্বরে এটি মুক্তি পেয়েছে।এটি এখন পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী সিনেমা।<ref>http://boxofficemojo.com/movies/?id=avatar.htm</ref>