জন এম্বুরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১০০ নং লাইন:
 
== কাউন্টি ক্রিকেট ==
ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। [[Phil Edmonds|ফিল এডমন্ডসের]] সাথে তিনি ছিলেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ডান ও বামহাতি স্পিন যুগল ১৯৮০-এর দশকে মিডলসেক্সের অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা রাখে। এছাড়াও তাঁরাতারা ইংল্যান্ড দলে খেলেছেন। তবে টেস্ট দলে উভয়কে খুব কমই একত্রে অংশ নিতে দেখা যায়।<ref name="Cap"/> মিডলসেক্সে এম্বুরি’র উল্লেখযোগ্য কীর্তি ছিল একদিনে ১২ [[উইকেট]] লাভ যা ১৯৮০ সালে [[লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ|চ্যাম্পিয়নশীপের]] খেলায় লাভ করেছিলেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
২৪ আগস্ট, ১৯৭৮ তারিখে [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] বিপক্ষে তাঁরতার [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] অভিষেক হয়।
 
একমাত্র [[ক্রিকেট|ক্রিকেটার]] হিসেবে ১৯৮১-৮২ ও ১৯৮৯-৯০ মৌসুমে দুইবার ইংল্যান্ড দলের সদস্যরূপে নিষিদ্ধঘোষিত [[দক্ষিণ আফ্রিকা]] সফরে যান। [[apartheid|বর্ণবৈষম্যবাদের]] কারণে তৎকালীন সময়ে টেস্ট অঙ্গন থেকে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকাকে]] নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিল।<ref name="Cap"/> গ্রাহাম গুচের প্রকাশিত সফরকালীন দিনপঞ্জীতে এম্বুরিকে শুধুমাত্র [[Ku Klux Klan|কু ক্লাক্স ক্লানের]] সদস্যরূপে পোষাক পরিহিত অবস্থায় চিত্রিত করা হয় ও প্রথম বিদ্রোহী সফরের সংবাদ প্রকাশের ঠিক পূর্বক্ষণে তাঁরতার অন্তর্ভূক্তির কথা জানানো হয়।<ref>
{{বই উদ্ধৃতি |শেষাংশ= Gooch |প্রথমাংশ= Graham |লেখক-সংযোগ=Graham Gooch|লেখক২=Alan Lee |শিরোনাম=Cricket Diary '81: The West Indies, Australia, India.|প্রকাশক= Stanley Paul |বছর= 1982 |আইএসবিএন= 0-09-147750-6 }}</ref>
 
১৯৮৮ সালে এম্বুরি স্বল্পসময়ের জন্য ইংল্যান্ডের টেস্ট [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কত্ব]] করেছিলেন যা অ-প্রসিদ্ধ [[Summer of four captains|চার অধিনায়কের গ্রীষ্মকাল]] নামে পরিচিত ছিল।<ref>[https://content-usa.cricinfo.com/england/content/story/128988.html Crininfo.com]{{dead link|date=April 2017 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref> [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে প্রথম টেস্টের পর [[মাইক গ্যাটিং|মাইক গ্যাটিংকে]] অধিনায়কের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হলে এম্বুরি পরবর্তী দুই টেস্টে অধিনায়কত্ব করেন। তবে উভয়ক্ষেত্রেই দল পরাজিত হয়েছিল। এম্বুরিকেও অব্যহতি দেয়া হয় ও [[ক্রিস কাউড্রে]] তাঁরতার স্থলাভিষিক্ত হন। কাউড্রে মাত্র এক টেস্টে অধিনায়কত্ব করার পর [[গ্রাহাম গুচ|গ্রাহাম গুচকে]] এ দায়িত্বভার প্রদান করা হয়েছিল।
 
টেস্ট জীবনের শেষদিকে এম্বুরিকে ইংল্যান্ডের পক্ষে সিরিজের একটি টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়া ও ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামেন তিনি।
 
== একদিনের আন্তর্জাতিক ==
১৪ জানুয়ারি, ১৯৮০ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অভিষেক হয় তাঁর।তার। [[১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৭]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপে]] ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ভারত-পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় তাঁরতার দল রানার্স-আপ হয়েছিল।
 
== মূল্যায়ণ ==
ক্রিকেট লেখক কলিন বেটম্যানের মতে, দুইবার [[South African rebel tours|দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী দলের সফরে]] অংশ নেয়ায় তাঁকেতাকে টেস্ট ক্রিকেট থেকে ছয় বছর দূরে পিছিয়ে রাখে। এছাড়াও, [[ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা|ইংল্যান্ড দলের অধিনায়কত্ব]] থেকেও তাঁকেতাকে অধিক সময় দূরে রাখে। [[মাইক ব্রিয়ারলি|মাইক ব্রিয়ারলি’র]] পর ইংল্যান্ড দলের অধিনায়কের দাবীদার হিসেবে অনেকের চেয়েই বেশ এগিয়ে ছিলেন তিনি।<ref name="Cap"/>
 
এম্বুরি ডানহাতি স্পিন বোলার ছিলেন এবং কিছুটা ঘাটতি থাকলেও কার্যকরী নিচেরসারির ব্যাটসম্যান ছিলেন। প্রভাববিস্তারকারী স্পিন বোলারের তুলনায় মিতব্যয়ী বোলার হিসেবেই তাঁরতার সুনাম ছিল। কিন্তু, তাঁরতার সেরা দিনগুলোয় অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে সেরা ব্যাটসম্যানদেরকেও মোকাবেলা করতে কষ্টসাধ্য ছিল। আর্ম বল আউট সুইঙ্গারই তাঁরতার সর্বাপেক্ষা বিপজ্জ্বনক বল হিসেবে পরিচিতি পায়।
 
ইংল্যান্ডের পক্ষে টেস্টে বিশালসংখ্যক রান করা স্বত্ত্বেও কোনটিকেই [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরির]] পর্যায়ে উপনীত করতে পারেননি। এছাড়াও সর্বোচ্চ [[ইনিংস|ইনিংসগুলোর]] পুরোটাই কেবলমাত্র বাউন্ডারী থেকে করেছেন যা অনন্য রেকর্ডরূপে বিবেচিত। পায়ের কারুকাজে ত্রুটি থাকা স্বত্ত্বেও ১৯৮৬-৮৭ মৌসুমে [[হোবার্ট|হোবার্টে]] [[Tasmanian Tigers|তাসমানিয়ার]] বিপক্ষে ইংল্যান্ড একাদশের সদস্যরূপে ৪৬ রান তুলেন যাতে দশটি চার ও একটি ছক্কা ছিল।
 
১৯৮৪ সালে তাঁকেতাকে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] হিসেবে মনোনীত করা হয়।
 
== কোচিং ==