কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিশ্ববিদ্যালয়
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
(কোনও পার্থক্য নেই)

২৩:৩৪, ৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

অসম কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়[১][২][৩] [৪][৫] ২০১২ সালে অসম কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয় বিধি, ২০১২ অনুসারে আসামের যোরহাটত স্থাপিত একটি ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়।[৬] অসম ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় বিধি,২০০৭র মতে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল।

কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়
ASSAM KAZIRANGA UNIVERSITY
চিত্র:Logo of Kaziranga University.jpg
নীতিবাক্যKnowledge and Beyond
ধরনব্যক্তিগত
স্থাপিত২০১২ (2012)
চেয়ারপার্সনএম. ডি. খইটান
সভাপতিপি. কে. মিশ্রা
উপাচার্যভিলাস এম চালোখ
ডিনবিশ্বরূপ শইকীয়া (অভিযান্ত্রিক এবং প্রযুক্তিবিদ্যা বিদ্যালয়), জহর বাগচি (বাণিজ্য বিদ্যালয়)
পরিচালকঅর্ণব শর্মা
অবস্থান
করাইখোয়া, যোরহাট
, ,
শিক্ষাঙ্গনউপ-শহরাঞ্চল
সংক্ষিপ্ত নামKU
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ এবং সর্ব ভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদ
মাসকটএশিঙীয়া গঁড়
ওয়েবসাইটOfficial Website
মানচিত্র

শিক্ষা

বিশ্ববিদ্যালয়টি অভিযান্ত্রিক, ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান এবং মৌলিক বিজ্ঞান বিষয়ে বিভিন্ন পাঠ্যক্রম চালায়। এটি চারটি প্রতিষ্ঠানে গঠিত

  • বাণিজ্য বিদ্যালয়
    • MBA, BBA, BBA (Global, BCom and Integrated MBA)
  • অভিযান্ত্রিক এবং প্রযুক্তিবিদ্যা বিদ্যালয় **M.Tech, B.Tech and Integrated MTech and Integrated MBA (with B.Tech)
  • মৌলিক বিজ্ঞান বিদ্যালয়
    • MSc (Physics), MSc (Chemistry), MSc (Mathematics) and Integrated MSc in Physics, Chemistry and Mathematics)
  • কম্পিউটার বিজ্ঞান বিদ্যালয়
    • MSc (IT) and Integrated MSc (IT)

সহযোগিতা

কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের কারডিফ মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়[৭][৮][৯][১০][১১]এবং প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা, অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীর আদান-প্রদান করা বোঝাপড়ার চুক্তি স্বাক্ষর করেছে।[৪][১২][১৩] ২০১১ সালে চাম হিগিনবটম কৃষি, প্রযুক্তিবিদ্যা এবং বিজ্ঞান প্রতিষ্ঠান কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের সাথে বোঝাপড়ার এবং সহযোগিতার চুক্তিতে সই করা প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয়।[১৪] প্রতি বছরে কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের U MBAর ছাত্র-ছাত্রীকে সিঙ্গাপুরস্থিত নানয়াং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়ে এক মাসের জন্য নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়টি অভিযান্ত্রিক ছাত্র-ছাত্রীর প্রশিক্ষণের জন্যও বিভিন্ন উদ্যোগের সাথে সহযোগিতা স্থাপন করেছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ