ইয়ান ক্রম্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৭০ নং লাইন:
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন ইয়ান ক্রম্ব। ২৭ জুন, ১৯৩১ তারিখে লর্ডসে স্বাগতিক [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর।তার। ৪ মার্চ, ১৯৩২ তারিখে ওয়েলিংটনে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
[[New Zealand cricket team in England in 1931|১৯৩১]] সালে [[টম লরি|টি. সি. লরি’র]] নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলের সাথে ইংল্যান্ড গমন করেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে অংশগ্রহণকৃত পাঁচ টেস্টের মধ্যে তিনটিই এ সফরে খেলেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ১=Seconi|প্রথমাংশ১=Adrian|শিরোনাম=Cricket: The greatest 11 players NZ forgot|ইউআরএল=https://www.odt.co.nz/sport/cricket/cricket-greatest-11-players-nz-forgot|সংগ্রহের-তারিখ=28 March 2017|প্রকাশক=ODT|তারিখ=13 January 2013}}</ref> লর্ডসে [[Johnny Arnold|জনি আর্নল্ড]], [[ফ্রেড বেকওয়েল]] ও [[ওয়ালি হ্যামন্ড|ওয়ালি হ্যামন্ডের]] উইকেট লাভ করে ৩/৩১ বোলিং পরিসংখ্যান দাঁড় করান। এরপর ১৯৩১-৩২ মৌসুমে সফরকারী [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে আরও দুই টেস্টে অংশ নেন। ওয়েলিংটনে [[ব্রুস মিচেল|ব্রুস মিচেলকে]] [[শূন্য রান|শূন্য রানে]] আউট করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫১ রান তুলেন তিনি।
 
১৯৩১ সালে লর্ডসে এমসিসির বিপক্ষে ৬/৪৬ লাভের পর [[ডগলাস জারদিন]] মন্তব্য করেন যে, তাঁরতার বল ব্যাট দিয়ে মোকাবেলা করার পূর্বেই বল ব্যাটে আঘাত হানে। এ সফরে ৫৮ উইকেট পান। তবে, এরজন্যে গড়ে ২৬.৩০ গড়ে রান খরচ করতে হয়েছিল।
 
== ব্যক্তিগত জীবন ==
[[ক্রিকেট]] খেলা থেকে অবসর গ্রহণের পর ক্যান্টারবারির ক্রিকেট প্রশাসনে যুক্ত ছিলেন। এ সংস্থায় ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও, দল নির্বাচক ও কোচের দায়িত্ব পালন করেছেন। ক্রিকেটের পাশাপাশি গল্ফার হিসেবেও সুনাম ছিল তাঁর।তার। সাউথ আইল্যান্ডের শিরোপা জয়সহ বেশ কয়েকবার ক্যান্টারবারি চ্যাম্পিয়নশীপ জয় করেন। নিউজিল্যান্ডের সর্বাপেক্ষা সফল গল্ফার বব চার্লসের উত্থানে প্রভূতঃ ভূমিকা রাখেন।
 
৬ মার্চ, ১৯৮৪ তারিখে ৭৮ বছর বয়সে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চ এলাকায় গাড়ী দূর্ঘটনায় ইয়ান ক্রম্বের জীবনাবসান ঘটে।