পেলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
86.97.3.173-এর সম্পাদিত সংস্করণ হতে InternetArchiveBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৮ নং লাইন:
}}
 
'''পেলে''' ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড়। তাঁরতার পূর্ণ নাম '''এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু''' (Edson Arantes do Nascimento)। [[ব্রাজিল|ব্রাজিলের]] হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের [[বিশ্বকাপ ফুটবল]] প্রতিযোগিতায় অংশ নেন।
 
তিনি [[ব্রাজিল জাতীয় ফুটবল দল|ব্রাজিলের জাতীয় দলের]] সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার [[ফিফা বিশ্বকাপ|বিশ্বকাপজয়ী]] একমাত্র ফুটবলার।
৪৬ নং লাইন:
 
=== ১৯৫৮ ফিফা বিশ্বকাপ ===
[[সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল|সোভিয়েত ইউনিয়নের]] বিপক্ষে পেলে তাঁরতার প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেন। [[১৯৫৮ ফিফা বিশ্বকাপ|১৯৫৮ সালের]] ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের সেই ম্যাচটা ছিল [[প্রতিযোগিতা|প্রতিযোগিতার]] তৃতীয় খেলা। সেই [[বিশ্বকাপ|বিশ্বকাপের]] সর্বকনিষ্ঠ (এবং তখন পর্যন্ত যেকোন বিশ্বকাপ খেলায় সর্বকনিষ্ঠ) খেলোয়াড় পেলের সতীর্থ ছিলেন [[গ্যারিঞ্চা]], যিতো এবং [[ভাভা]]। [[ওয়েলস জাতীয় ফুটবল দল|ওয়েলসের]] বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা গোলটি ছিল প্রতিযোগিতায় পেলের প্রথম এবং সেই ম্যাচের একমাত্র গোল, যার সাহায্যে ব্রাজিল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ম্যাচের সময় পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন, বিশ্বকাপের গোলদাতাদের মধ্যে সবচেয়ে কম।
 
=== ১৯৬৬ ফিফা বিশ্বকাপ ===
[[১৯৬৬ ফিফা বিশ্বকাপ|১৯৬৬ সালের]] ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ১ম খেলায় [[বুলগেরিয়া জাতীয় ফুটবল দল|বুলগেরিয়ার]] বিরুদ্ধে জয়ী হলেও [[হাঙ্গেরী জাতীয় ফুটবল দল|হাঙ্গেরীর]] বিরুদ্ধে ২য় খেলায় ব্রাজিল হেরে যায়।<ref name="fifa66">[http://www.fifa.com/worldcup/archive/edition=26/overview.html 1966 FIFA World Cup England] ''FIFA'' Retrieved 8 May 2011</ref> এর পূর্বে বুলগেরিয়ার বিরুদ্ধে জয়ী হলেও তিনি গুরুতর আঘাত পান। তারপরও [[কোচ (ক্রীড়া)|কোচ]] [[ভিসেন্তে ফিওলা]] সকলকে আশ্চর্যান্বিত করে গ্রুপের শেষ খেলায় [[পর্তুগাল জাতীয় ফুটবল দল|পর্তুগালের]] বিপক্ষে পেলেকে মাঠে নামান। তিনি পুরো রক্ষণভাগ পরিবর্তন করে ফেলেন। এমনকি গোলরক্ষকও বাদ পড়েননি। আক্রমণভাগে তিনি জায়ারজিনহো এবং পরিবর্তিত দু'জন খেলোয়াড়কে দেন। মধ্যমাঠে তিনি প্রথম খেলার ন্যায় সাজান। যদিও তিনি জানতেন যে, পেলে তখনো তাঁরতার মারাত্মক জখমকে কাটিয়ে উঠতে পারেনি।<ref>http://www.v-brazil.com/culture/sports/world-cup/1966-England.html</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.v-brazil.com/culture/sports/world-cup/1966-England.html |শিরোনাম=Brazil in the 1966 World Cup – England |প্রকাশক=V-brazil.com |সংগ্রহের-তারিখ=12 June 2010}}</ref>
 
=== ১৯৭০ ফিফা বিশ্বকাপ ===
৫৬ নং লাইন:
শিরোপা জিতে নেয় ব্রাজিল।
টানা চারটি টুর্নামেন্টের তিনটিরই
ট্রফি ওঠে তাদেরই হাতে। পেলে খেলেন তাঁরতার
চতুর্থ বিশ্বকাপের শেষটি।
প্রতিটা ম্যাচে গোল করেন জেয়ারজিনহো।
'https://bn.wikipedia.org/wiki/পেলে' থেকে আনীত