জাক রগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৫ নং লাইন:
১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত [[বেলজিয়াম অলিম্পিক কমিটি]] এবং ১৯৮৯ থেকে ২০০১ সাল পর্যন্ত [[ইউরোপিয়ান অলিম্পিক কমিটি|ইউরোপিয়ান অলিম্পিক কমিটির]] সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। ১৯৯১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি'র সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৮ সালে আইওসি'র নির্বাহী পরিষদে যোগদান করেন।
 
[[অবসর]] সময়ে তিনি [[আধুনিক শিল্পকলা]] চর্চা করেন। এছাড়াও, [[ইতিহাস]] এবং বিজ্ঞানবিষয়ক সাহিত্য চর্চায়ও নিজেকে সম্পৃক্ত রাখেন।<ref name="HLN31122007">"2007 impressions," ''[[Het Laatste Nieuws]]'', 31 December 2007</ref> এ্যানি নামীয় এক রমণীকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে দু'টি [[সন্তান]] রয়েছে।<ref>[http://www.qnaol.net/QNAEn/News_bulletin/Sports/Pages/09-10-09-1804_226_0044.aspx IOC Re-elects President Jacques Rogge]{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref> বেলজিয়াম অলিম্পিক কমিটিতে তাঁরতার সন্তান ''ফিলিপ'' বর্তমানে প্রতিনিধি দলের নেতা।
 
== আইওসি সভাপতি ==
১৬ জুলাই, ২০০১ সালে [[মস্কো|মস্কোয়]] অনুষ্ঠিত [[আইওসি সভা|আইওসি'র ১১২তম সভায়]] পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ১৯৮০ সাল থেকে দায়িত্বরত [[জোয়াও এন্টোনিও সামারাঞ্চ|মার্কুয়েজ দ্য সামারাঞ্চের]] স্থলাভিষিক্ত হন।
 
তাঁরতার নেতৃত্বের ফলস্বরূপ অলিম্পিক গেমসের আয়োজনকারী স্বাগতিক দেশ হিসেবে [[উন্নয়নশীল দেশ|উন্নয়নশীল বিশ্বের]] ডাক প্রক্রিয়ায় অংশগ্রহণের সম্ভাবনা আরো বৃদ্ধি পায়। রগ বিশ্বাস করেন যে, এর ফলে [[সরকার|সরকারের]] সম্পৃক্ততা কমে যাবে ও ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করবে না। নতুন আইওসি নীতি বাস্তবায়নের ফলে স্বাগতিক দেশের [[অলিম্পিক ক্রীড়া]] আয়োজনের আকার, জটিলতা ও ব্যয়ভার বহন নিয়ে দুঃশ্চিন্তা কিংবা বাধ্যবাধকতা অনেকাংশেই কমে যাবে।
 
[[সল্ট লেক সিটি|সল্ট লেক সিটিতে]] অনুষ্ঠিত ২০০২ সালের শীতকালীন অলিম্পিকে প্রথম আইওসি সভাপতি হিসেবে [[অলিম্পিক ভিলেজ|অলিম্পিক ভিলেজে]] অবস্থান করেন তিনি এবং সেখানে [[অ্যাথলেট|অ্যাথলেটদের]] সাথে নৈকট্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।<ref>[http://www.nytimes.com/2001/09/21/sports/olympics-rogge-given-authority-to-cancel-the-olympics.html "OLYMPICS; Rogge Given Authority To Cancel the Olympics". The New York Times. 21 September 2001. Retrieved 28 July 2009.]</ref>
 
আইওসি'র ১২৫তম সভায় জ্যাকুয়েস রগের আইওসি’র সভাপতি পদের পরিসমাপ্তি ঘটে। ১০ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে [[বুয়েন্স আয়ার্স|বুয়েন্স আয়ার্সে]] অনুষ্ঠিত এ সভায় নতুন আইওসি সভাপতি হিসেবে জার্মান [[Thomas Bach|থমাস বাখ]] নির্বাচিত হয়ে তাঁরতার স্থলাভিষিক্ত হন।<ref>[http://olympictalk.nbcsports.com/2013/09/10/thomas-bach-elected-international-olympic-committee-rep/ Zaccardi, Nick. "Thomas Bach elected as ninth IOC president". NBC OlympicTalk. Retrieved 10 September 2013.]</ref> এরফলে তিনি আইওসি’র সম্মানীয় সভাপতি মনোনীত হন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Coates Becomes Vice President, DeFrantz Joins Executive Board and Rogge Is Honorary President |ইউআরএল=http://www.gamesbids.com/eng/other_news/1216136766.html |সংগ্রহের-তারিখ=২৩ নভেম্বর ২০১৩ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20130914035155/http://www.gamesbids.com/eng/other_news/1216136766.html |আর্কাইভের-তারিখ=১৪ সেপ্টেম্বর ২০১৩ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
== সম্মাননা ==