বিশ্ব সিংহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২০ নং লাইন:
১২শ শতকে [[কামরূপ রাজ্য]]র ভাঙনের পর স্থানীয় শাসক এবং জমিদাররা ছোট ছোট রাজ্য ভাগ করে নেয়। একবারে পূর্বে [[চুতীয়া রাজ্য|চুতীয়া]], [[আহোম রাজ্য|আহোম]] এবং [[কাছাড় রাজ্য]] গড়ে ওঠে।<ref>{{Harvcol|Nath|1989|pp=19}}</ref> পশ্চিম দিকে পূর্বের রাজ্যসমূহ এবং [[কামতা রাজ্য]]-এর মধ্যের অংশে [[বারভূঞা]]রা স্থান নিয়েছিল। ১৪৯৮ সালে [[গৌড়]]-এর রাজা [[আলাউদ্দিন হুসেন শাহ|আলাউদ্দিন হুসেন শাহ]] কামতার রাজা [[নীলাম্বর]]-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কামতা অধিকার করে তার এক পুত্র ডানিয়ালকে বসিয়ে যায়। পরে বারভূঞারা হারূপ নারায়ণের নেতৃত্বে ডানিয়ালকে পরাস্ত করে। আক্রমণকারীদেরকে বিতাড়িত করার পরেও বারভূঞারা একটি রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি এবং আগের মতোই ছোট ছোট অঞ্চলে শাসন চালিয়ে যায়। পরবর্তী কালে বিশ্ব সিংহ‌ কামতা অঞ্চলের অন্য জনগোষ্ঠীসমূহ একত্রিত করে রাজ্য স্থাপন করতে সমর্থ হন।
 
===জন্ম এবং পরিবার===
বিশ্ব সিংহরসিংহের কাকারপিতার নাম ছিল [[হাড়িয়া মণ্ডল]] বা হারিয়া মেচ। তিনি কোচ নেতা কোচ হাজোর দুজনদুই কর্মচারীকন্যা হীরা এবং জীরাকে বিয়ে করেছিলেন। হীরার ঔরসে বিশু বা বিশ্ব সিংহর জন্ম হয়। বিশু খুব সম্ভব ডানিয়ালের বিরুদ্ধে ভূঞাদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। <ref>{{Harvcol|Nath|1989|pp=22–23}}</ref>
 
===ভূঞাদের সাথে যুদ্ধ===