উইকিপিডিয়া:প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন/সম্পাদনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Arifur Rahman Dolon (আলোচনা | অবদান)
Ibrahim Husain Meraj-এর করা 2663713 নং সংস্করণে ফেরত যাওয়া হয়েছে (Restorer)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২৩ নং লাইন:
* [[উইকিপিডিয়া:কীভাবে একটি নিবন্ধ ভাগ করতে হয়|কীভাবে একটি নিবন্ধ ভাগ করতে হয়]]
* [[উইকিপিডিয়া:কীভাবে টেবিল ব্যবহার করতে হয়|কীভাব টেবিল ব্যবহার করতে হয়]]
* [[উইকিপিডিয়া:ব্রাউজার নোট|ব্রাউজার নোট]]{{-}}
 
==<span id="HOWTOEDIT"/>কিভাবে একটি পাতা সম্পাদনা করবো?==
ব্রাউজার নোট]]{{-}}
{{Shortcut|WP:EFAQ#HOWTOEDIT}}
 
:একসাথে পুরো একটা পৃষ্ঠা সম্পাদনা করতে, পৃষ্ঠার উপরে '''সম্পাদনা''' বা '''edt''' ট্যাবে ক্লিক করুন। নিবন্ধের কোনো একটি অংশ সম্পাদনা করতে অংশটির শিরোনামের সর্বডানে '''সম্পাদন''' লিঙ্কে ক্লিক করুন। উইকিপিডিয়ায় সম্পাদনা করতে আপনাকে বিশেষ ধরনের [[মার্কআপ ভাষা]] ব্যবহার করতে হবে যা [[উইকিটেক্সট]] নামে পরিচিত। সবচেয়ে প্রচলিত উইকিটেক্সটগুলো জানতে [[উইকিপিডিয়া:ত্বরিত সহায়িকা|ত্বরিত সহায়িকা]] দেখুন। কীভাবে [[সাহায্য:সংযোগ|সংযোগ]] দিতে হয়, '''গাঢ়''' বা '''ইটালিক্স''' (ডানদিকে সামান্য বাঁকা) করতে হয়, [[সাহায্য:চিত্র|চিত্র]] সংযোজন করতে হয়, এবং অন্য আরো কিছু সম্মন্ধে বিস্তারিত জানতে [[উইকিপিডিয়া:কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন‎|কীভাবে একটি নিবন্ধ সম্পাদন করবেন]] পৃষ্ঠাটি দেখুন।
আরিফুর রহমান । সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক ।
 
জন্ম ১৪ মে, ১৯৭৩ ( দাপ্তরিক জন্মতারিখ ১৫ নভেম্বর ১৯৭৪ ) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম গ্রামে ।
 
বাবা মোহাম্মদ ওবায়দুর রহমান, মা শাহানারা রহমান ।
 
স্ত্রী মাফরুহা রহমান একজন চিকিৎসক । দুই মেয়ে আলিশা রহমান এবং আলায়না রহমান ।
 
ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কলকাতায় ।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি ।
 
দৈনিক বাংলাবাজার’র কলকাতা প্রতিনিধি হিসেবে কাজ করেন । দেশে ফিরে সাপ্তাহিক ২০০০ পত্রিকায় কাজ শুরু করেন । তারপর যোগ দেন দৈনিক প্রথম আলোয় । কাজ করেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি হিসেবেও টানা ১০ বছরের বেশী সময় পার করার পদে যোগ দেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাকালীন উপসম্পাদক হিসেবেও ।
 
তারপর আসেন দৈনিক আমাদের সময়’র নির্বাহী সম্পাদক হিসেবেও । এছাড়া বাংলাভিশন টেলিভিশনে বার্তা সম্পাদক হিসেবে ।
 
চাকরির পর্ব চুকিয়ে নিজেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে মেলে ধরার চ্যালেন্জ থেকেও পিছপা হননি । বর্তমানে তিনি সাপ্তাহিক এই সময়, জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস২৪ ডটকম এবং দৈনিক ঢাকাটাইমস -এর সম্পাদক ।
 
==<span id="BROWSER"/>কিন্তু আমার ব্রাউজার সম্পাদনা করার সময় সমস্যা করে!==