গুল্ম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:উদ্ভিদ যোগ হটক্যাটের মাধ্যমে
সম্প্রসারণ, চিত্র
১ নং লাইন:
[[চিত্র:Cytisus scoparius2.jpg|thumbnail|গুল্ম জাতীয় উদ্ভিদ]]
[[চিত্র:Sheringham Park 1.JPG|thumb|250px|শেরিংহাম পার্কে রোডোডেন্ড্রন গুল্ম]]
'''গুল্ম''' (Shrub) বৃক্ষের চেয়ে আকারে ছোট, স্থায়ী কান্ডবিশিষ্ট দীর্ঘজীবী এবং গোড়ায় বা মাটির কাছ থেকে শাখায়িত [[গাছ]]। [[বন|প্রাকৃতিক বন]] বা বসতি অঞ্চলের জমিতে গুল্মই ভূমির প্রধান আচ্ছাদন। এগুলির অধিকাংশই অত্যন্ত সহিষ্ণু ও সব ধরনের মাটিতে জন্মে। অনেকগুলি গুল্ম গুরুত্বপূর্ণ [[ফল]] ও [[ফুল]] যোগায়।
 
'''গুল্ম''' (Shrub) আকারে ছোট, স্থায়ী কান্ডবিশিষ্ট দীর্ঘজীবী এবং গোড়ায় বা মাটির কাছ থেকে শাখায়িত [[গাছ]]। [[বন|প্রাকৃতিক বন]] বা বসতি অঞ্চলের জমিতে গুল্মই ভূমির প্রধান আচ্ছাদন। এগুলির অধিকাংশই অত্যন্ত সহিষ্ণু ও সব ধরনের মাটিতে জন্মে। অনেকগুলি গুল্ম গুরুত্বপূর্ণ [[ফল]] ও [[ফুল]] যোগায়। বৃক্ষের সাথে এর প্রধান পার্থক্য হল এর একাধিক কাণ্ড হয়ে থাকে এবং বৃক্ষের চেয়ে উচ্চতায় ছোট হয়ে থাকে। এর উচ্চতা ৬-১০ মিটারের (২০-৩৩ ফুট) কম হয়ে থাকে।<ref name="LawrenceHawthorne2006">{{cite book | author1 = লরেন্স, অ্যানা | author2 = হথোর্ন, উইলিয়াম | title = Plant Identification: Creating User-friendly Field Guides for Biodiversity Management | url = https://books.google.com/books?id=rHEpVBM5-eIC&pg=PA138 | year = ২০০৬ | publisher = রুটলেজ | isbn = 978-1-84407-079-4 | pages = ১৩৮-}}</ref><ref name="Allaby2019">{{cite book |last1=অ্যালাবি |first1=মাইকেল |title=A dictionary of plant sciences |date=২০১৯ |publisher=অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস |isbn=9780198833338 |url=https://www.worldcat.org/title/dictionary-of-plant-sciences/oclc/1097073225 |language=ইংরেজি}}</ref> ছোট গুলগুলো ২ মিটার (৬.৬ ফুট) লম্বা হয়ে থাকে, যা উপগুল্ম নামেও পরিচিত।
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
[[বিষয়শ্রেণী:গুল্ম]]