কাও শিংচিয়েন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎জীবনী: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
 
একই সময় তার [[ফুসফুসের ক্যান্সার]] হয়েছে বলে ডাক্তারী পরীক্ষায় ইঙ্গিত করা হয় যা পরে ভুল প্রমাণিত হয়েছিল। একই সঙ্গে পুলিশী ঝামেলা এড়াতে এবং ক্যান্সার হয়েছে বলে জীবনের আশা একরকম ত্যাগ করেই তিনি এক অনির্দিষ্ট ও নিরুদ্দেশ যাত্রায় ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। দীর্ঘ প্রায় ১০ মাস [[ইয়াংজি নদী|ইয়াংজি নদীর]] কূল ধরে হেঁটে চলেন। একে তার জীবনের মহান ''অডিসি'' বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এ হেন অনিশ্চিত অভিযাত্রার মধ্য দিয়ে তার পুনর্জন্ম হয়েছিল; তিনি জীবন সম্পর্কে অভিজ্ঞ এক পূর্ণবয়স্ক পুরুষে পরিণত হন। এই অডিসিতে তিনি ১৫,০০০ কিলোমিটার হেঁটেছিলেন বলে ধারণা করা হয়। এই অভিযানে চীনের বিভিন্ন প্রত্যন্ত স্থানের সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে তাঁর পরিচয় ঘটে। এই ভ্রমণের অভিজ্ঞতা থেকে পরবর্তীতে তিনি একটি ভ্রমণকাহিনী ও স্মৃতিচারণমূলক উপন্যাস রচনা করেন যার নাম ''সোউল মাউন্টেইন'' (এই উপন্যাসটির বাংলা অনুবাদ [[আত্মাপর্বত]] নামে প্রকাশিত হচ্ছে)।
[[চিত্র:GaoXingJianগাও about book coverশিংশিয়ান.png|thumb|right|250px|একটি চাইনিজ বইয়ের প্রচ্ছদে গাও শিংশিয়ানের ছবি]]
ভ্রমণ শেষে তিনি আবার সক্রিয় লেখালেখি শুরু করেন।