সংকেত (যোগাযোগ ব্যবস্থা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
শিরোটীকা সম্প্রসারণ
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
২ নং লাইন:
সাধারণ অর্থে যা কিছু কোনও প্রেরক থেকে কোনও প্রাপকের কাছে এক স্থান থেকে অন্য একটি স্থানে কাঙ্খিত ও প্রাসঙ্গিক কোনও তথ্য বা উপাত্ত বহন করে, তাকে '''সঙ্কেত''' (ইংরেজি পরিভাষায় '''সিগন্যাল''' Signal) বলে।<ref name="Owen">{{Citation |title=Practical Signal Processing |author=Mark Owen |publisher=Cambridge University Press |year=2007 |page=3}}</ref>
 
[[যোগাযোগ প্রযুক্তিরপ্রযুক্তি]]র দৃষ্টিকোণ থেকে প্রেরক কর্তৃক প্রাপকের কাছে সঙ্কেত প্রেরণ করার প্রক্রিয়াটিকে [[সম্প্রচার]] বলে। সিগন্যাল তথা সঙ্কেতকে তাই তথ্য-উপাত্তের সম্প্রচারিত রূপ হিসেবে গণ্য করা যায়। যা কিছুর মধ্য দিয়ে কোনও সঙ্কেত প্রেরক থেকে প্রাপকের কাছে পৌঁছায়, তাকে [[সম্প্রচার মাধ্যম]] বলে। একজন প্রেরক যে সরঞ্জাম বা উপকরণের সাহায্যে সঙ্কেত প্রেরণ করে, তাকে [[সম্প্রচারক]] বলে। অপর প্রান্তে প্রাপক যে সরঞ্জাম বা উপকরণের সাহায্যে সঙ্কেত গ্রহণ করে, তাকে [[গ্রাহক (Receiver)]] বা [[সংবেদক (Receptor)]] বলে। প্রাপক যখন প্রেরকের পাঠানো সঙ্কেত গ্রহণ করে, তখন বলা হয় ঐ দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে।
 
আবার [[গণিত|গাণিতিক]] দৃষ্টিকোণ থেকে সঙ্কেত হল কোনও স্বাধীন চলরাশির[[চলরাশি]]র সাপেক্ষে পরিবর্তনশীল এমন আরেকটি গাণিতিক রাশি বা [[অপেক্ষক]] (ফাংশন), যার মান পরিমাপ করা যায় এবং যা কোনও বিশ্লেষণযোগ্য তথ্য বা উপাত্ত বহন করে। বেশিরভাগ ক্ষেত্রেই সময়কে[[সময়]]কে স্বাধীন চলরাশি হিসেবে গণ্য করা হয়, কেননা সময় অন্য কোনও কিছুর সাপেক্ষে পরিবর্তনশীল নয়। যেমন কোনও বস্তুর তাপমাত্রার[[তাপমাত্রা]]র মানকে ঐ বস্তু কর্তৃক প্রেরিত একটি সঙ্কেত হিসেবে গণ্য করা যায়। বস্তুর তাপমাত্রার মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়; অন্য ভাষায়, তাপমাত্রা সময়ের একটি ফাংশন। এটিকে [[তাপমানযন্ত্র|তাপমানযন্ত্রের]] সাহায্যে পরিমাপ করা যায় এবং এটি আমাদেরকে (আমরা হলাম প্রাপক) উষ্ণতা সম্পর্কিত কাঙ্খিত, প্রাসঙ্গিক তথ্য দেয়, যে তথ্য বিশ্লেষণ বা প্রক্রিয়াকরণ করে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি। সুতরাং এটি একটি সঙ্কেত।<ref name="Owen" />
 
==সঙ্কেতের উদাহরণ==
===মানবনির্মিত কৃত্রিম সঙ্কেত===
আধুনিক বিশ্বের [[যোগাযোগ ব্যবস্থাগুলিতেব্যবস্থা]]গুলিতে মানুষ বিভিন্ন ধরনের তথ্য দ্রুত আদান-প্রদানের জন্য কৃত্রিম মানবনির্মিত সঙ্কেতের আশ্রয় নিয়ে থাকে।
 
[[তার|তারের]] [[টেলিফোন ব্যবস্থাতেব্যবস্থা]]তে স্থানীয় টেলিফোন কার্যালয় থেকে গ্রাহকের বাসস্থানে প্রেরিত এবং তামার তারের ভেতর দিয়ে প্রবাহিত সময়ের সাপেক্ষে [[বৈদ্যুতিক বিভব|বৈদ্যুতিক বিভবের]] ভিন্ন ভিন্ন মান প্রবাহিত হয়, যা একটি বৈদ্যুতিক সঙ্কেত। এই বৈদ্যুতিক সঙ্কেতটি শাব্দিক তথ্য বহন করে।
 
তারহীন ভ্রাম্যমান টেলিফোন তথা মোবাইল টেলিফোন ব্যবস্থার বুরূজ বা টাওয়ার থেকে সেবাগ্রহীতার মোবাইল ফোনে প্রেরিত ও শূন্যস্থানের মধ্য দিয়ে প্রবাহিত [[তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ|তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের]] বিস্তারের ভিন্নতা (মডুলেশন) এক ধরনের তড়িৎ-চুম্বকীয় সঙ্কেত। এই তড়িৎ-চুম্বকীয় সঙ্কেত শাব্দিক তথ্য ও পাঠ্যতথ্য বহন করে। আধুনিক নতুন প্রজন্মের ভ্রাম্যমান তথা মোবাইল টেলিযোগাযোগ ব্যবস্থায় তথাকথিত "বুদ্ধিমান ফোন" তথা স্মার্টফোনে ছবি, ভিডিও, কম্পিউটার প্রোগ্রাম বা অ্যাপ, ইত্যাদিও তড়িৎ-চুম্বকীয় সঙ্কেত দিয়ে প্রেরণ করা হয়।
 
[[ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান]] থেকে গ্রাহকের কাছে প্রেরিত এবং [[আলোকীয় তন্তুরতন্তু]]র তারের (ফাইবার অপটিক কেবল) মধ্য দিয়ে প্রবাহিত আলোর স্পন্দনের ধারা এক ধরনের আলোকআলোকীয় সঙ্কেত। এই আলোকীয় সঙ্কেত কম্পিউটারে প্রক্রিয়াকরণযোগ্য বিভিন্ন ধরনের তথ্য (পাঠ্যবস্তু তথা টেক্সট, শব্দ, ছবি, চলছবি তথা ভিডিও) বহন করে।
 
==মাত্রা অনুযায়ী সঙ্কেতের প্রকারভেদ==