মৈমনসিংহ গীতিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
'''মৈমনসিংহ গীতিকা''' একটি সংকলনগ্রন্থ যাতে [[ময়মনসিংহ]] অঞ্চলে প্রচলিত দশটি [[পালাগান]] লিপিবদ্ধ করা হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%AE%E0%A7%88%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9_%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE|শিরোনাম=মৈমনসিংহ গীতিকা|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=bn.banglapedia.org|প্রকাশক=বাংলাপিডিয়া|সংগ্রহের-তারিখ=}}</ref> প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক [[চন্দ্রকুমার দে]]।<ref name="সপ্তসিন্ধু"/> এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে [[১৯২৩]]-[[১৯৩২|৩২]] সালে [[দীনেশচন্দ্র সেন|ডক্টর দীনেশচন্দ্র সেন]] এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার [[নেত্রকোনা]] মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
 
== মৈমনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত পালা সমূহ ==
স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের আনুকূল্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ড.দীনেশ চন্দ্র সেন মৈমনসিংহ গাথা সংগ্রাহক হিসেবে চন্দ্র কুমার দে মহাশয়ের কাছ থেকে নিম্নের পালাগুলো সংগ্রহ করেন।
* মহুয়া (রচয়িতা [[দ্বিজ কানাই]]) রচনাকাল-১৬৫০ সালের দিকে বলে ধারণা করা হয়। এর প্রধান চরিত্র মহুয়া,নদের চাদ। এটি বিয়োগাত্মক প্রেমকথন।<ref>{{ওয়েব উদ্ধৃতি||শিরোনাম=কবি দ্বিজ কানাই রচিত “মহুয়া” পালা|ইউআরএল=http://www.kishorgonj.com/web/14091|ওয়েবসাইট=kishorgonj.com|তারিখ=Jan 20, 2014}}</ref>
* চন্দ্রাবতী (রচয়িতা নয়নচাঁদ ঘোষ)
* কমলা (রচয়িতা দ্বিজ ঈশান)
* দেওয়ানা মদিনা (রচয়িতা মনসুর বয়াতী) এর কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল আলাল,দুলাল,মদিনা,সোনাফর।
* দস্যু কেনারামের পালা (রচয়িতা চন্দ্রাবতী)
* কঙ্ক ও লীলা (দামোদর দাস, রঘুসুর, শ্রীনাথ বেনিয়া এবং নয়ানচাঁদ ঘোষ প্রণীত)
* মলুয়া (এই পালাটির সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা রয়েছে বলে এর রচয়িতা হিসেবে চন্দ্রাবতীকে মনে করা হয়)
* দেওয়ান ভাবনা (চন্দ্রাবতী প্রণীত)
* কাজলরেখা
* রূপবতী
== উল্লেখযোগ্য পালা ==
=== মহুয়া পালা ===