সুখবিন্দর সিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২০ নং লাইন:
==প্রাথমিক জীবন==
সিং অম্রিতসর [[পাঞ্জাব|পাঞ্জাবে]] জন্মগ্রহণ করেন।
==জীবনি==
সুখবিন্দর সিং [[পাঞ্জাব|অম্রিতসর, পাঞ্জাব]] থেকে এসেছেন। তিনি প্রথম ৮ বছর বয়সে স্ট্যাজ এ গান গেয়েছিলেন। তিনি সেই সময় ১৯৭০ সালের সিনেমা অভিনেত্রী থে সারাগামাপা গানটি গেয়েছিলেন। যার মূল গায়ক [[কিশোর কুমার]] এবং গায়িকা [[লতা মাঙ্গেশকার]]। তিনি টি সিং এর সাথে পাঞ্জাবি গানের এলবাম বার করেছিলেন, যার নাম "মুন্ডা সাউদ হল দা"। এরপর তিনি দক্ষিণ ভারত চলে আসেন এবং সেখানে তামিল সিনেমা রাতচাগান সিনেমায় গান পরিবেশন করেন।
 
সিং প্রথম বলিউড সিনেমায় গানের সুযোগ পান ব্লকবাস্টার স্বদেশপ্রেমী সিনেমা "কর্ম" তে। এর পর তিনি "খিলাফ" সিনেমার হিট গান "আজা সানাম" এ কন্ঠ দেন।
 
আজা সানাম গাওয়ার পর তিনি আর তেমন সাফল্য পাচ্ছিলেন না, তখন তিনি [[এ আর রহমান]] এর সঙ্গিত পরিচালনায় [[দিল সে]] সিনেমার "ছাইয়া ছাইয়া" গানে কন্ঠ দেন। এরপর তিনি "তাল", [[বিবি না. ১]], "১৯৪৭: আর্থ", "দাগ: দ্যা ফায়ার", "জানোয়ার", "দিল্লাগি" আরো অনেক ব্লকবাস্টার সিনেমায় কন্ঠ দেন এবং বিক্ষ্যাত হয়ে উঠেন।
 
তিনি [[শাহরুখ খান]] এর ৭ টি সিনেমায় কন্ঠ দিয়েছেন, প্রথম "দিল সে" সিনেমার "ছাইয়া ছাইয়া" এরপর "ওম শান্তি ওম" এর "দারধ এ ডিস্কো", [[চাক দে ইন্ডিয়া]] সিনেমার "চাক দে ইন্ডিয়া", [[রাব দে বানাদি জোড়ি]] এর "হোলে হোলে", "বিল্লু" সিনেমার "মারজানি", "হ্যাপি নিউ ইয়ার" সিনেমার "সাটকালি", এবং "রাইস" সিনেমার "উডি উডি যায়ে" এবং প্রত্যেকটি গান ইই হিট হিসেবে প্রকাশ পায়।
 
সিং অনেক বিক্ষ্যাত নায়কদের সিনেমায় গান গেয়েছেন এর মধ্যে [[সালমান খান]], [[শাহরুখ খান]], [[অর্জুন রামপাল]], [[অনিল কাপুর]], [[অক্ষয় কুমার]], [[সাইফ আলি খান]], [[অজয় দেবগন]], [[অভিষেক বচ্চন]], [[রিতেশ দেশমুখ]], [[তুষার কাপুর]], [[বিবেক অবরয়]], [[সঞ্জয় দত্ত]], [[ববি দেওল]], [[রনবির কাপুর]], [[কুনাল কাপুর]], [[ফারহান আখতার]], [[সানি দেওল]]সহ আরো অনেকের সিনেমায়।
 
==তথ্যসূত্র==