বেলুচিস্তান (পাকিস্তান): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pratik89Roy (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৮৭ নং লাইন:
|footnotes=
}}
'''বেলুচিস্তান''' ([[বেলুচি ভাষা|বেলুচি]] ও [[উর্দু ভাষা|উর্দু ভাষায়]]: بلوچستان) দক্ষিণ-পশ্চিম [[পাকিস্তান|পাকিস্তানের]] একটি প্রদেশ। ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের বৃহত্তম এই প্রদেশটির আয়তন ৩,৪৭,১৯০ বর্গকিলোমিটার এবং এটি পাকিস্তানের মোট আয়তনের প্রায় ৪৮% গঠন করেছে। [[বেলুচি জাতি|বেলুচি জাতির]] লোকদের নামে অঞ্চলটির নামকরণ করা হয়েছে। এর পশ্চিমে [[ইরান]] ([[বেলুচিস্তান (ইরান)|ইরানি বেলুচিস্তান]]), উত্তরে [[আফগানিস্তান]] ও পাকিস্তানের উত্তরাঞ্চল, পূর্বে পাকিস্তানের [[পাঞ্জাব (পাকিস্তান)|পাঞ্জাব]] ও [[সিন্ধ]] প্রদেশ এবং দক্ষিণে [[আরব সাগর]]।
 
বেলুচিস্তান অঞ্চলটি মূলত বৃহত্তর [[ইরানীয় মালভূমি|ইরানীয় মালভূমির]] পূর্ব প্রান্ত। এর প্রায় পুরোটাই পর্বতময়। কিছু কিছু পর্বতশৃঙ্গের উচ্চতা ৬০০০ ফুটেরও বেশি। বেলুচিস্তানের ভূমিরূপ ঊষর ও রুক্ষ। বনজঙ্গলের পরিমাণ খুবই কম এবং গাছপালার আকৃতি খর্ব। বেলুচিস্তানের ৯৬৫ কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল থাকলেও পোতাশ্রয়ের সংখ্যা খুব কম। দক্ষিণের উপকূলীয় [[মাকরান]] এলাকা বাদে বেলুচিস্তানের সর্বত্র উপক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। শীত ও গ্রীষ্মে তাপমাত্রা চরমে পৌঁছে এবং বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। বাৎসরিক গড়ে মাত্র ২০০ মিমি বৃষ্টিপাত হয়।
 
বেলুচিস্তানের হাতে গোনা কিছু উর্বর উপত্যকায় [[যব]], [[বার্লি]], [[গম]], [[ধান]], [[আলফালফা]] এবং বিভিন্ন ফলফলাদি বড় পরিমাণে উৎপাদন করা হয়। [[ভেড়া]], [[ছাগল]], [[উট]], [[গরু]] বাছুর, [[গাধা]] এবং [[ঘোড়া|ঘোড়াও]] পালন করা হয়।
 
মাকরান উপকূলে অবস্থিত [[গোয়াদার]] শহরটি বেলুচিস্তানে অঞ্চলের জন্য সমুদ্র বন্দর হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে [[পাকিস্তান সরকার]] গোয়াদারে চীনা সহায়তায় একটি বড় বন্দর ও নৌঘাঁটি নির্মাণে রত।<ref>[http://www.atimes.com/atimes/South_Asia/GC04Df06.html China's pearl in Pakistan's waters]</ref>
 
বেলুচিস্তানকে খনিজ সম্পদের দিকে থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। সিন্ধ প্রদেশের পরে এই প্রদেশ থেকেই পাকিস্তানের [[প্রাকৃতিক গ্যাস|প্রাকৃতিক গ্যাসের]] ২য় সর্বোচ্চ যোগান আসে। সম্প্রতি বেলুচিস্তানের [[চাগাই জেলা|চাগাই জেলার]] [[রেকো-দিক]] শহরের কাছে বিশ্বের বৃহত্তম [[সোনা]] ও [[তামা|তামার]] মজুদ আবিষ্কৃত হয়েছে।