অ্যান্টিবডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NAWAR HOSSAIN (আলোচনা | অবদান)
add link
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NAWAR HOSSAIN (আলোচনা | অবদান)
add link
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
বি-কোষগুলি অভিযোজনশীল অনাক্রম্যতন্ত্রের অংশ। বি-কোষ এবং অ্যান্টিবডি বা প্রতিরক্ষিকাগুলি একত্রে অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির একটি সম্পাদন করে থাকে: তারা দেহে অনুপ্রবেশকারী কোনও প্রতিরক্ষা-উদ্দীপককে শনাক্ত করে ও বিপুল সংখ্যক প্রতিরক্ষামূলক প্রোটিন উৎপাদন করে। প্রতিরক্ষিকাগুলির ভৌত রূপ দুই ধরনের হয়। রক্তে দ্রাব্য প্রতিরক্ষিকাগুলি বি-কোষ থেকে ক্ষরিত হয়ে রক্ত ও কলারসের মাধ্যমে দেহের সর্বত্র চষে বেড়িয়ে ঐ প্রতিরক্ষা-উদ্দীপকটির সমস্ত চিহ্ন দেহ থেকে মুছে ফেলে।
 
প্রতিরক্ষিকার আরেকটি রূপ ক্ষরিত হয় না, বরং বি-কোষের কোষপ্রাচীরের সাথে আবদ্ধ থাকে। এগুলিকে প্রতিরক্ষা-উদ্দীপক গ্রাহক ([[অ্যান্টিজেন]] রিসেপ্টর) বা বি-কোষ গ্রাহক (বি-সেল রিসেপ্টর) বলে। বি-কোষগুলি এই প্রতিরক্ষা-উদ্দীপক গ্রাহকগুলির মাধ্যমে প্রতিরক্ষা-উদ্দীপকগুলিকে শনাক্ত করে। বি-কোষগুলি সমন্বিতভাবে প্রতিরক্ষা-উদ্দীপকের প্রায় অসীম সংখ্যক প্রকারভেদ শনাক্ত করতে সক্ষম। কিন্তু একটিমাত্র বি-কোষ এককভাবে কেবলমাত্র এক ধরনের প্রতিরক্ষা-উদ্দীপকের সাথেই আবদ্ধ হতে পারে। কোনও নির্দিষ্ট বি-কোষের পৃষ্ঠে প্রাপ্ত সমস্ত প্রতিরক্ষা-উদ্দীপক গ্রাহক অভিন্নরূপী হয়, আর ভিন্ন ভিন্ন বি-কোষের প্রতিরক্ষা-উদ্দীপক গ্রাহকগুলিও ভিন্ন ভিন্ন হয়।
 
প্রতিরক্ষা-উদ্দীপক গ্রাহকগুলির সাধারণ কাঠামো মোটামুটি একই রকম হলেও এদের অণুর যে অঞ্চলটি প্রতিরক্ষা-উদ্দীপকের সাথে আবদ্ধ হয় (অর্থাৎ প্রতিরক্ষা-উদ্দীপক বন্ধন-অঞ্চল), সেখানে বিভিন্নতা থাকে। প্রতিরক্ষা-উদ্দীপক বন্ধন-অঞ্চলের এই কাঠামোগত বৈচিত্র্যের কারণে ভিন্ন ভিন্ন বি-কোষ ভিন্ন ভিন্ন প্রতিরক্ষা-উদ্দীপক শনাক্ত করতে পারে। প্রতিরক্ষা-উদ্দীপক গ্রাহক সম্পূর্ণ প্রতিরক্ষা-উদ্দীপকটিকে আসলে শনাক্ত করতে পারে না; বরং এটি প্রতিরক্ষা-উদ্দীপকের পৃষ্ঠদেশের একটি অংশবিশেষের সাথে আবদ্ধ হয়। এই অঞ্চলটিকে বলা হয় প্রতিরক্ষা-উদ্দীপক নির্ধারক (অ্যান্টিজেন ডিটারমিনেন্ট বা [[এপিটোপ]])। কোনও প্রতিরক্ষা-উদ্দীপক গ্রাহক এবং প্রতিরক্ষা-উদ্দীপক নির্ধারকের মধ্যে কেবল তখনই বন্ধন ঘটে, যখন তাদের আণবিক কাঠামোদ্বয় একে অপরের সাথে পরিপূরক হয়। যদি তাদের কাঠামো পরিপূরক হয়, তবে প্রতিরক্ষা-উদ্দীপক গ্রাহক এবং প্রতিরক্ষা-উদ্দীপক নির্ধারক একে অপরের সাথে ধাঁধার দুইটি অংশের মত খাপ খেয়ে মিলে যায়। এই সম্মিলনের ঘটনাটি বি কোষসমূহে প্রতিরক্ষিকা সংশ্লেষণ বা উৎপাদনের পূর্বশর্ত। প্রাণীরা এখনও যেসমস্ত পদার্থের সংস্পর্শে আসেনি, সেগুলির জন্য তাদের দেহে প্রতিরক্ষিকা থাকে না। কিন্তু সম্ভাব্য যেকোনও বহিরাগত পদার্থের আণবিক বিন্যাসের সাথে খাপ খেতে পারে, এরকম বহু সংখ্যক ভিন্ন প্রকারের প্রতিরক্ষিকা প্রাণীদেহে উৎপাদন হওয়া সম্ভব।
 
একবার সক্রিয় হলে হলে বি-কোষগুলি বিভাজিত হয়ে বিশেষ ধরনের কিছু কোষগুচ্ছ উৎপন্ন করে যাদের নাম প্লাজমা কোষ বা রক্তরসকোষ। এই কোষগুলিই হল অ্যান্টিবডি বা প্রতিরক্ষিকা তৈরির কারখানা। এছাড়া বি-কোষগুলি আরও কিছু স্মৃতি বি-কোষের জন্ম দেয় যেগুলি দেহে অনেক দিন বেঁচে থাকে এবং একই প্রতিরক্ষা-উদ্দীপক দেহে প্রবেশ করলে সেগুলিকে স্মরণ করতে পারে যাতে বি-কোষগুলি ভবিষ্যৎ বেশি দ্রুত এগুলির বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে পারে।<ref name="pmid17337763">{{সাময়িকী উদ্ধৃতি | vauthors = Borghesi L, Milcarek C | শিরোনাম = From B cell to plasma cell: regulation of V(D)J recombination and antibody secretion | সাময়িকী = Immunologic Research | খণ্ড = 36 | সংখ্যা নং = 1–3 | পাতাসমূহ = 27–32 | বছর = 2006 | pmid = 17337763 | ডিওআই = 10.1385/IR:36:1:27 }}</ref> বেশিরভাগ ক্ষেত্রে বি-কোষকে পূর্ণরূপে সক্রিয় করতে বি-কোষের সাথে সহায়ক টি-কোষের আন্তঃক্রিয়ার প্রয়োজন হয়।<ref name="T cell-dependent B cell activation">{{সাময়িকী উদ্ধৃতি | vauthors = Parker DC | শিরোনাম = T cell-dependent B cell activation | সাময়িকী = Annual Review of Immunology | খণ্ড = 11 | সংখ্যা নং = 1 | পাতাসমূহ = 331–60 | বছর = 1993 | pmid = 8476565 | ডিওআই = 10.1146/annurev.iy.11.040193.001555 }}</ref>