কফম্যান ডেজার্ট হাউজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৭ নং লাইন:
১৯৫৫ সালে কফম্যানের মৃত্যরে পরে বাড়িটি কয়েকবছর অব্যবহৃত থাকে। বেশ কয়েকবার মালিকানা বদল হয় এবং সেই সাথে পরিবর্ধন পরিমার্জন হয়। সংগীত শিল্পিী বারি ম্যানিলো, সানদিয়েগো চার্জারের স্বত্তাধিকারী ইউজিন ভি ক্লেইন প্রমুখ বিভিন্ন সময় এটি ক্রয় করেন<ref name=DS051408>Willian Avila, [http://www.mydesert.com/apps/pbcs.dll/article?AID=/20080514/BUSINESS04/805140309/1006/news01 Kaufmann House sells for $15 million], ''The Desert Sun'', May 14, 2008</ref> এবং কয়েকবার এতে পরিবর্ধন পরিমার্জনও করা হয়। এইসব পরিবর্ধন কাজের সময়ে বারান্দাকে ঘিরে দেয়া হয়, শয়নকক্ষের দেয়ালে লতাপাতার নকশা করা দেয়ালপেপার লাগানো হয় এবং যোগাযোগ কক্ষ সংযোজন করতে গিয়ে একটি দেয়াল তুলে দেয়া হয়। শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা বসাতে গিয়ে ছাদরেখায়ও কিছু পরিবর্তন আসে। এরপরে আবার সাড়ে তিন বছর ধরে বাড়িটি বিক্রির অপেক্ষায় পড়ে থাকে।<ref name="NYT103107" /> ১৯৯২ সালে বেন্ট হ্যারিস এবং বেথ এডওয়ার্ড হ্যারিস দম্পতির নজরে আসে।
 
বেন্ট হ্যারিস একজন বিনিয়োগ ব্যবস্থাপক এবং বেথ এডওয়ার্ড হ্যারিস ছিলেন একজন স্থাপত্য ইতিহাসবিদ।এই দম্পতি ১.৫ মিলিয়ন ডলারে ডেজার্ট হাইজ কিনে নেন এবং বাড়িটিকে এর আসল অবস্থানে নিয়ে আসার ঘোষনা দেন। নেওত্রা ১৯৭০ সালে মারা যান এবং আসল নকশা পাওয়া যাচ্ছিলো না। এমতাবস্থায় হ্যারিস লসএঞ্জলেসের স্থপতি লিও মার্মল এবং রন রেজিনার কে নিয়ে আসেন।<ref>{{cite web |url=http://www.marmol-radziner.com/residential/harris-pool-house |title= Harris Pool House |work=[[Marmol Radziner]] |accessdate=12 July 2012}}</ref>। বাড়ির মুল নকশার সন্ধানে হ্যারিস কলম্বিয়া ইউনিভার্সিটিতে নেওত্রার সংগ্রহশালায় ব্যাপক অনুসন্ধান করেন। কলম্বিয়া ইউনিভার্সিটিতে কিছু অতিরিক্ত দলিল পাওয়া যায় এবং জুলিয়াস স্যুলমানের বেশ কিছু অপ্রকাশিত স্থির চিত্রে বাড়ির অন্দরচিত্র পাওয়া যায়। তাছারা রং এবং বিভিন্ন উপকরনের আসল সরবরাহকারীকেসরবরাহকারীর কাজ থেকে স্যাম্পল সংগহের সুযোগ পান। ছাদ ঢেকে দেয়া ধাতব আবরনের হারিয়ে যাওয়া চেহারা ফিরিয়ে আনার জন্য ধাতব পরিস্কারক যন্ত্র কিনে নেন।
 
এছাড়া যেসব যায়গায় মার্বল নস্ট হয়ে গিয়েছিলো বা নড়বড়ে হয়ে গিয়েছিলো সেগুলো পরিবর্তনের জন্য মার্বেল মিলিয়ে খোলা বারান্দার লম্বা বন্ধ অংশটিকে পুনরায় উম্মুক্তকরে দিতে সক্ষম হলেন। মরুময়তা থেকে নিরাপদ থাকার জন্য নেওত্রার যে পরিকল্পনা ছিলো তা বাস্তবায়নের সুবিধার্থে হ্যারিস আরো কয়েকটি প্লট যুক্ত করে। ৩২০০ বর্গফুটের বাড়ি সহ পুরো এলাকার আয়তন তখন দ্বিগুন হয়ে যায়।<ref name="NYT103107" />
 
যেসব যায়গায় মার্বল নস্ট হয়ে গিয়েছিলো বা নড়বড়ে হয়ে গিয়েছিলো সেগুলো পরিবর্তনের জন্য মার্বেল মিলিয়ে খোলা বারান্দার লম্বা বন্ধ অংশটিকে পুনরায় উম্মুক্তকরে দিতে সক্ষম হলেন। মরুময়তা থেকে নিরাপদ থাকার জন্য নেওত্রার যে পরিকল্পনা ছিলো তা বাস্তবায়নের সুবিধার্থে হ্যারিস আরো কয়েকটি প্লট যুক্ত করে। ৩২০০ বর্গফুটের বাড়ি সহ পুরো এলাকার আয়তন তখন দ্বিগুন হয়ে যায়।<ref name="NYT103107" />
 
তারা ভবনের সামনে জলাধার স্থাপন করেন যা ভবনের জন্য দর্শন গ্যালারী হিসেবে কাজ করে। কফম্যানের সম্পত্তি হিসেবে পরে যুক্ত হওয়া এক প্লটে টেনিস কোর্টও রাখেন।