জহির রায়হান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ei holo ovik (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
Ei holo ovik (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
৩০ নং লাইন:
জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান [[ফেনী|ফেনী জেলার]] [[সোনাগাজী|সোনাগাজি উপজেলা]]র নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে [[বঙ্গভঙ্গ (১৯৪৭)|দেশবিভাগের]] পর তিনি তার পরিবারের সাথে [[কলকাতা]] হতে বাংলাদেশে (তৎকালীন [[পূর্ব পাকিস্তান]]) স্থানান্তরিত হন। তিনি ১৯৫৮ সালে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] হতে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে দু'বার বিয়ে করেন: ১৯৬১ সালে [[সুমিতা দেবী|সুমিতা দেবীকে]] এবং ১৯৬৬ সালে তিনি [[সুচন্দা|সুচন্দাকে]] বিয়ে করেন, দুজনেই ছিলেন সে সময়কার বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী।
 
===কর্মজীবন===
জহির রায়হান বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার সাহিত্যিক ও সাংবাদিক জীবন শুরু হয়। ১৯৫০ সালে তিনি ''যুগের আলো'' পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করা শুরু করেন। পরবর্তীতে তিনি ''খাপছাড়া'', ''যান্ত্রিক'', ''সিনেমা'' ইত্যাদি পত্রিকাতেও কাজ করেন। ১৯৫৬ সালে তিনি সম্পাদক হিসেবে ''প্রবাহ'' পত্রিকায় যোগ দেন। ১৯৫৫ সালে তার প্রথম গল্পগ্রন্থ ''সূর্যগ্রহণ'' প্রকাশিত হয়। চলচ্চিত্র জগতে তার পদার্পণ ঘটে ১৯৫৭ সালে, ''[[জাগো হুয়া সাভেরা]]'' ছবিতে সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে। তিনি সালাউদ্দীনের ছবি ''যে নদী মরুপথে''তেও সহকারী হিসেবে কাজ করেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক [[এহতেশাম]] তাকে ''[[এ দেশ তোমার আমার]]'' এ কাজ করার আমন্ত্রণ জানান; জহির এ ছবির নামসঙ্গীত রচনা করেছিলেন। ১৯৬১ সালে তিনি রূপালী জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ''[[কখনো আসেনি]]'' চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৬৪ সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র ''সঙ্গম'' নির্মাণ করেন (উর্দু ভাষার ছবি) এবং পরের বছর তার প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ''[[বাহানা (১৯৬৫-এর চলচ্চিত্র)|বাহানা]]'' মুক্তি দেন।
জহির রায়হান [[ভাষা আন্দোলন|ভাষা আন্দোলনে]] সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সমাবেশে উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলন তার ওপর গভীর প্রভাব ফেলেছিল, যার ছাপ দেখতে পাওয়া যায় তার বিখ্যাত চলচ্চিত্র ''[[জীবন থেকে নেওয়া]]"তে। তিনি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭১ সালে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|মুক্তিযুদ্ধ]] শুরু হলে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন।<ref>The Daily Prothom Alo,August 17,2006</ref> কলকাতায় তার নির্মিত চলচ্চিত্র ''জীবন থেকে নেওয়া''র বেশ কয়েকটি প্রদর্শনী হয় এবং চলচ্চিত্রটি দেখে [[সত্যজিত রায়]], [[মৃণাল সেন]], [[তপন সিনহা]] এবং [[ঋত্বিক ঘটক]] প্রমুখ ভূয়সী প্রশংসা করেন। সে সময়ে তিনি চরম অর্থনৈতিক দৈন্যের মধ্যে থাকা সত্ত্বেও তার চলচ্চিত্র প্রদর্শনী হতে প্রাপ্ত সমুদয় অর্থ তিনি মুক্তিযোদ্ধা তহবিলে দান করে দেন।<ref name=Amzad>"Akhono Obohelito Zahir Raihan" Hossain, Amzad. The Daily Prothom Alo, August 17, 2006</ref>