নিতুন কুন্ডু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
রচনাশৈলী
২৭ নং লাইন:
| module =
|education=|style=তেলরঙ, জলরঙ, অ্যাক্রিলিক, এচিং, সেরিগ্রাফ, পেনসিল}}
'''নিতুন কুন্ডুুতার''' (পুরো নামঃ '''নিত্য গোপাল কুন্ডু''' ) ([[৩ ডিসেম্বর]], [[১৯৩৫]] - [[১৫ সেপ্টেম্বর]], [[২০০৬]]) একজন [[বাংলাদেশি]] চিত্রশিল্পী, নকশাবিদ, ভাস্কর, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী। তিনি [[সাবাশ বাংলাদেশ]], [[সার্ক ফোয়ারা]] প্রমূখ বিখ্যাত [[ভাস্কর্য|ভাস্কর্যের]] স্থপতি। তিনি আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান [[অটবি]] স্থাপন করেন ও সফলতা লাভ করেন।<ref>http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2010-09-15&ni=33070</ref><ref name="বাংলাপিডিয়া">{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.banglapedia.org/HTB/101072.htm |লেখক=সৈয়দ আজীজুল হক |শিরোনাম=কুন্ড, নিতুন |সংগ্রহের-তারিখ=জুন ২৩, ২০১৪ |তারিখ= |প্রকাশক=[[বাংলাপিডিয়া]] |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20140406011601/http://www.banglapedia.org/HTB/101072.htm |আর্কাইভের-তারিখ=৬ এপ্রিল ২০১৪ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> তাঁর অবদানের জন্য [[বাংলাদেশ সরকার]] তাকে ১৯৯৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা [[একুশে পদক|একুশে পদকে]] ভূষিত করে।<ref name="বাংলাপিডিয়া" />
 
== প্রাথমিক জীবন ==
৩৫ নং লাইন:
চিত্রশিল্পী নিতুন কুন্ডু [[১৯৫৯]] সালে তার কর্মজীবন শুরু করেছিলেন ‘ডিজাইনার’ হিসেবে। [[১৯৬২]] সালে [[ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসেস]] (ইউসিস)-এর প্রধান ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছিলেন। [[১৯৭০]] সালে তোপখানা রোডে বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা [[বিটপীর]] সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। [[১৯৭১]] সালে স্বাধীনতা যুদ্ধের সময় চাকরি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশে নিতুন কুন্ডু [[১৯৭৫]] সালে [[অটবি লিমিটেড]] নামক ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
পরবর্তীকালে তিনি আসবাবপত্র নির্মাণের ব্যবসায় শুরু করেন। [[১৯৮৩]] সালে অটবি নামে বর্তমান সময়ের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান শুরু করেছিলেন তিনি। অটবির আসবাবপত্র দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং এটি একটি ব্যবসাসফল প্রতিষ্ঠানে পরিণত হয়।
ভাস্কর ও আসবাবপত্র ডিজাইনার হিসেবে পরিচিতি পেলেও অন্যান্য ক্ষেত্রে কাজ করার ব্যাপারেও তিনি আগ্রহী ছিলেন। শিল্পী হওয়ার নেশা ছিল তাঁর মজ্জাগত। শিল্পী হিসেবে তার কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার [[১৯৯৭]] সালে তাকে [[একুশে পদক]] প্রদান করে।<ref>http://dhakanews24.com/?p=49825</ref>
 
== মুক্তিযুদ্ধে অবদান ==