হানবালী (মাযহাব): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সংশোধন
৩ নং লাইন:
'''হাম্বলি''' বা '''হানবলি''' ([[আরবি ভাষা|আরবি]]: حنبلى) হল প্রসিদ্ধ চার [[সুন্নি ইসলাম]] সম্প্রদায়ভুক্ত একটি [[মাযহাব]]। এই মাযহাবের নামকরণ [[আহমদ ইবনে হাম্বল]] নামে এবং এর বিস্তার তার সঙ্গী ও ছাত্রদের দ্বারা হয়েছে।
 
এ মাযহাবের একটি প্রসিদ্ধ বই হলো, "'''আল মুগনি'''", যা '''ইমাম ইবনে কুদামাহ্ আল মাকদিসী(রহিমাহিল্লাহ্রহিমাহুল্লাহ্)''' লিখেছেন। এতে অন্য মাযহাবের(ফিকহের) মাস'আলাসমূহ লিপিবদ্ধ থাকায় একে "''তুলনামূলক ফিকহের (আল ফিকহ্ আল-মুকারান)'' " এর অন্তর্ভূক্ত বই বলা হয়।
 
এ ফিকহের আরও বই রয়েছে, তন্মধ্যে কয়েকটি হলো, "'''উমদাতুল ফিকহ্'''", "'''মুখতাসার আল-খিরাকী'''", "'''যাদুল মুসতাকনি'''" ইত্যাদি।