এক টুকরো চাঁদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়বস্তু যোগ
তথ্য যোগ
২ নং লাইন:
 
==কাহিনী==
কলকাতা জাদুঘর থেকে একটি দামী জিনিস চুরি হয়ে যায়, জিনিসটি হল চাঁদ থেকে আনা একটি পাথরের টুকরো। এই ঘটনার সাথে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে সন্তু ও তার বন্ধু জোজো। অন্যদিকে কাকাবাবুর কাছে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরের আধিকারিক ও কাকাবাবুর বন্ধু নরেন্দ্র ভার্মা আসেন একটি প্রস্তাব নিয়ে। ভারত সরকারের অতিথি আফ্রিকার একটি রাষ্ট্রের দূত সাইমন বুবুম্বাও নিখোজ হয়ে যান একই সাথে। কাকাবাবু তদন্ত শুরু করেন। রাচীর ক্ষমতাবান জমিদার ঠাকুর সিং এই অপহরনের ঘটনায় জড়িত আছে এমন সন্দেহে কাকাবাবু সেখানে যান। ইতিমধ্যে সাইমন বুবুম্বার মুক্তিপণ চেয়ে চিঠি আসলে কাকাবাবু নিজেই সেই টাকা দিতে যান সাহসে ভর করে। তিনি বুঝতে পারেন সাইমন বুবুম্বার অপহরণ আসলে কোনো অপহরণই নয়, যার পেছনে আছে বিরাট চক্রান্ত এবং তার সাথে জড়িত আছে চাঁদের পাথর চুরির রহস্য।
 
==অভিনয়==
* সব্যসাচী চক্রবর্তী - কাকাবাবু
* সোহম - সন্তু
* মৃনাল মুখোপাধ্যায়
* বিশ্বজিত চক্রবর্তী
* ভোলা তামাং
* অরিজিত সেনগুপ্ত
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}