ইউরোপীয় কাউন্সিলের সভাপতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shuaib Anik (আলোচনা | অবদান)
Shuaib Anik (আলোচনা | অবদান)
৭৩ নং লাইন:
 
== কার্যালয়ের বিশেষ ক্ষমতা ==
২০০৯ সালে ইউরপীয় ইউনিয়নের বাজেটের খসড়ার অংশ হিসাবে ২০০৮ সালের এপ্রিল মাসে স্থায়ী সভাপতির বেতন ও সুযোগ-সুবিধার বিষয়ে সাধারণ আলোচনা শুরু হয়েছিল। আলোচনায় সিদ্ধান্ত হয় যে ইউরোপীয় কাউন্সিলের সভাপতির ইউরোপীয় কমিশনের সভাপতির অনুরূপ সুযগ-সুবিধা ভোগ করা উচিৎ এবং তার মূল বেতন হবে ইউরোপীয় বেসামরিক চাকুরীর সর্বোচ্চ গ্রেডের ১৩৮%। যার পরিমাণ প্রতি মাসে প্রায় ২৪,৮৭৪.৬২ ইউরো (পরিবারিক ও অন্যান্য ভাতা ব্যতীত)।<ref>
{{cite web|url= http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=OJ:L:2009:322:0035:0035:EN:PDF |title= COUNCIL DECISION of 1 December 2009 laying down the conditions of employment of the President of the European Council|work=EurLex |publisher=[[European Commission]]|accessdate=20 June 2010 |format=pdf|quote= The basic monthly salary of the President of the European Council shall be equal to the amount resulting from application of 138% to the basic salary of an official of the European Union at grade 16 third step. }}</ref><ref name="Salaries">Basic salary of grade 16, third step is €18,025.09. 138% of €18,025.09 = €24,874,62 <br/>{{cite web|url= http://ec.europa.eu/civil_service/docs/salary_officials_en.pdf|title=Table: officials, Article 66|date=1 July 2009|work=|publisher=[[European Commission]] Civil Service|format=|accessdate=20 June 2010}}</ref><ref name="Com Emp">{{cite web|url= http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=CONSLEG:1967R0422:20040501:EN:PDF|title= Regulation No 422/67/EEC, 5/67/Euratom of the Council|date= 25 July 1967|work=EurLex|publisher=[[European Commission]]|format=pdf|accessdate=20 June 2010}}
</ref>
 
সভাপতিকে দেওয়া হয় একজন ব্যক্তিগত চালকসহ একটি গাড়ি এবং ২০ জন নিবেদিত কর্মী। সভাপতির জন্য প্রতীকী সরকারি আবাসনের কোন ব্যবস্থা নেই, তবে তিনি আবাসন ভাতা পান। একইভাবে শুধুমাত্র প্রতীকী হওয়ায় সভাপতির জন্য ব্যক্তিগত বিমানের ধারনাটিও প্রত্যাখ্যাত হয়। একজন কূটনৈতিক মন্তব্য করেন যে, ইউরোপীয় কমিশন এবং কাউন্সিলের সভাপতিদের মধ্যে সুযগ-সুবিধার তারতম্য করা হলে তা তাদের দুজনের মধ্যে বৈরিতা রাড়িয়ে তুলতে পারে।<ref name="EUO April Perks">{{cite web|last=Mahony|first=Honor |title=Member states consider perks and staff for new EU president|date=14 April 2008|publisher=EU Observer|url=http://euobserver.com/9/25968|accessdate=15 April 2008 }}</ref>
 
ইউরোপিয় কমিশনের সভাপতির তুলনায় ইউরোপীয় কাউন্সিলের সভাপতির সুযোগ-সুবিধা বেশি হবার সম্ভবনা দেখা দিলে ইউরোপীয় পার্লামেন্ট ২০০৯ সালের বাজেট প্রত্যাখ্যানের হুমকি দেয়। বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিকে সেসময় কাউন্সিলের সভাপতি পদটিকে আরো শক্তিশালী করা প্রতীকী সংকেত হিসেবে বিবেচনা করা হয়েছিল, যা পার্লামেন্টের ব্যায় বহুলাংশে বৃদ্ধি করতো। কাউন্সিলের অভ্যন্তরীণ কেউ কেউ ৬০ জন কর্মী রাখার দাবী করেন। সেসময় সাংবিধান বিষয়ক কমিটি ইঙ্গিত প্রদান করে যে কাউন্সিল এবং পার্লামেন্ট পরস্পরের বাজেটে হস্তক্ষেপ করবে না এই সংক্রান্ত ভদ্রলোকের চুক্তি তুলে দিতে পারে।<ref name="EUO Parl Perks">{{cite web|last=Mahony|first=Honor |title=MEPs to use budget power over EU president perks|date=22 April 2008|publisher=EU Observer|url=http://euobserver.com/9/26018|accessdate=22 April 2008 }}</ref>
 
== সভাপতির মন্ত্রীসভা ==