পেন্টাগন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইতিহাস: তথ্যসূত্র যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩ নং লাইন:
'''পেন্টাগন''' [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন]] প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর। এটি [[মার্কিন যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[ভার্জিনিয়া]] অঙ্গরাজ্যের আর্লিংটনে (৪৮ এন রোটারি রোড, আর্লিংটন, ভার্জেনিয়া ২২২১১ ([http://www.google.com/maps?f=q&hl=en&q=The+Pentagon&ie=UTF8&om=1 মানচিত্র])) অবস্হিত। এর চিঠি লেখার ঠিকানা "ওয়াশিংটন, ডিসি ২০৩০১"। এর আকৃতি পঞ্চভুজাকৃতির বলে এরুপ নামকরণ করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন।
== ইতিহাস ==
পেন্টাগনের অফিস আয়তনের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ।<ref>{{cite web|url=http://www.greatbuildings.com/buildings/The_Pentagon.html|title=The Pentagon&nbsp;– George Bergstrom&nbsp;– Great Buildings Online|publisher=Greatbuildings.com|accessdate=October 26, 2008|archive-url=https://web.archive.org/web/20081015022535/http://www.greatbuildings.com/buildings/The_Pentagon.html|archive-date=October 15, 2008|dead-url=yes|df=mdy-all}}</ref><ref name="faf">[https://pentagontours.osd.mil/facts.jsp The Pentagon, Facts & Figures] {{webarchive|url=https://web.archive.org/web/20140819131241/https://pentagontours.osd.mil/facts.jsp |date=August 19, 2014 }} (accessed August 23, 2014)</ref> Some 23,000 [[military]] and [[civilian]] employees,<ref name="faf"/> পেন্টাগনের নির্মাণ কাজ শুরু হয় , [[সেপ্টেম্বর ১১|১১ সেপ্টেম্বর]] ,[[১৯৪১]], আর শেষ হয় [[জানুয়ারি ১৫|১৫ জানুয়ারি]],[[১৯৪৩]]। এর মোট জমির পরিমাণ ৫৮৩ একর। পাঁচ তলা ভবনটির রয়েছে পাঁচটি সমান বাহু, যার প্রতিটির দৈর্ঘ্য ২৮১ মিটার এবং উচ্চতা ২৪ মিটার। কেউ যদি ভবনটির নিচ থেকে সবগুলো করিডোর ঘুরে ৫ তলায় পৌঁছতে চায় তবে তাকে কম করে হলেও ২৭ কিলোমিটার পথ হাঁটতে হবে। এখানে মোট সিড়িপথ ১৩১ টি, এস্কেলেটর ১৯টি, এলিভেটর ১৩টি, বিশ্রাম কক্ষ ২৮৪টি এবং জানালা রয়েছে ৭৭৫৪ টি।
 
পাঁচ একরের (২০, ০০০ বর্গমিটার), পেন্টাগনে মধ্যবর্তী চত্বর পৃথিবীর বৃহত্তম " কোন অভিবাদন নয়, কোন আচ্ছাদন নয় " ক্ষেত্র (স্বাভাবিক নিয়মকানুন থেকে এ ক্ষেত্র দায়মুক্ত। দরজার বাইরে, ইউ. এস. সামরিক ব্যক্তিবর্গ উপরস্থ কর্মকতাকে অভিবাদন এবং অবশ্যই টুপি পরিধান করবেন)। মধ্যবর্তী খোলা চত্বর অনানুষ্ঠানিক ভাবে " গ্রাউন্ড জিরো " নামে পরিচিত। [[ঠান্ডা যুদ্ধ|ঠান্ডা যুদ্ধের]] সময় এই ডাকনাম সৃষ্টি হয়েছিল যখন এটি একটি [[নিউক্লিয়ার মিসাইল|নিউক্লিয়ার মিসাইলের]] সর্বাপেক্ষা সম্ভাব্য নিশানা হিসেবে চিন্তা করা হয়েছিল। এই চত্বরের মধ্যে " গ্রাউন্ড জিরো ক্যাফে " নামে একটি স্নাক্স বার আছে। স্থাপনা হিসেবে পেন্টাগনের যতটা গুরুত্বপূর্ণ রয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব এখানে উপস্থিত কর্তাব্যক্তিদের জন্য। যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ প্রায় সব নেতৃত্বস্থানীয় কর্তাব্যক্তির অফিস এটি। পেন্টাগনের গুরুত্বপূর্ণ অফিসকক্ষে অনুমতি ছাড়া নির্দিষ্ট কর্মকর্তা ছাড়া আর কেউ যেতে পারেন না। পেন্টাগনে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ বললেই চলে। এর ভিতরে ছবি তোলা ও ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। কেউ যদি ছবি বা ভিডিও করতে চায় তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতির প্রয়োজন হয়। পেন্টাগনের ভিতরের ছবি তাই অনেকেই দেখতে পারেন না। শুধু সেমিনার হল এবং বিভিন্ন প্রেসের কর্মকাণ্ডের জন্য নির্দিষ্ট স্থান থেকেই এর কাজ চালানো হয়।