আলাপ:মৃৎশিল্প (শিল্পকলা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shoakat hossain (আলোচনা | অবদান)
Suporna95 (আলোচনা | অবদান)
২৮ নং লাইন:
গুটিকয়েক ভাই-ব্রাদারদের হাতে বাংলা উইকিপিডিয়া আজ জিম্মি হয়ে গেছে।আপনি যতই সাবলীল অনুবাদ করেন না কেন ,লাভ হবে না।সাবলিল অনুবাদ করলে বলবে-ইংরেজীর সাথে মিল নেই। আর মিল রেখে অনুবাদ করলে বলবে যান্ত্রিক।আমি এই প্রতিযোগীতা বর্জন করছি।--[[ব্যবহারকারী:Shoakat hossain|Shoakat hossain]] ([[ব্যবহারকারী আলাপ:Shoakat hossain|আলাপ]]) ২১:১৫, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)
:{{উত্তর|Shoakat hossain}} নিবন্ধের প্রথম লাইন "<code>সিরামিক শিল্প সিরামিক থেকে তৈরি করা হয়েছে, মৃত্তিকা সহ</code>" (সঠিক অনুবাদ হবে "সিরামিক শিল্প হল একটি শিল্প যা মাটিসহ সিরামিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়"), আর পড়তে গেলাম না। এটা যদি আপনার কাছে সাবলীল মনে হয় তবে আপনার সাবলীলতা নিয়ে আমার সন্দেহ আছে। অন্যরা তাও বাংলায় কিছু করার চেষ্টা করছে। আগে কয়েকটি ভালো নিবন্ধ তৈরি করে দেখিয়ে দিন। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৭:৪৯, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)
::একলাইন দুলাইন পড়ে পুরো নিবন্ধ বাতিল করে দেওয়া কোন কাজের কথা না।অনেক সময় দু একটা লাইন ছুটে যেতে পারে।সে হয়ত সেটা অনুবাদই করেনি।আর আপনার কথা শুনে মনে হচ্ছে উইকিপিডিয়া দেখানো বা শো অফ করার জায়গা।প্রশ্ন হল কাকে দেখাবো।এখানে কেউই নাসার রকেট সাইন্টিস্ট না,ব্রাক্ষন না,ফরেন সার্ভিসের ক্যাডার না।যান্ত্রিক অনুবাদ বেড়ে যাওয়ার কারন আমি মনে করি বিষয় বস্তু অনুবাদ ব্যাবহার করে অনুবাদ করার সময় স্বয়ংক্রিয় বাংলা অনুবাদ যুক্ত করে দেওয়ার সুবিধা টুকু।এটা বাতিল করে পূর্বের নিয়ম চালু করলেই মনে হয় ভালো হবে।--[[ব্যবহারকারী:Shoakat hossain|Shoakat hossain]] ([[ব্যবহারকারী আলাপ:Shoakat hossain|আলাপ]]) ০৮:১৬, ৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)
:::{{উত্তর|Shoakat hossain}}জনাব, এখানে এক-দুই লাইন না, প্রায় সম্পূর্ণ নিবন্ধটিতেই সমস্যা রয়েছে। ইংরেজি আর বাংলা নিবন্ধটি পাশাপাশি দেখলেই তা বুঝতে পারতেন। প্রথম দুই প্যারায় নিবন্ধকার একাধিকবার "pottery" কে "পাত্রী" আর "potter" কে "পাত্র" হিসেবে উল্লেখ করেছেন যেখানে এই দুটি শব্দের অর্থ হচ্ছে "মৃৎশিল্প" আর "কুমার"। এখানে কারোর নাসার বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, সাধারণ বোঝার বোধ থাকলেই হয়। স্বয়ংক্রিয় অনুবাদে কারোর সমস্যা হলে তিনি সেটি ব্যবহার না করেও অনুবাদ করতে পারেন।
:::আপনার এখানে প্রতিযোগিতা বর্জন করার প্রয়োজন দেখছি না, কারণ আপনি বোধ করি অংশগ্রহনকারীদের নিবন্ধ সংশোধন করতে নিরুৎসাহিত করা ছাড়া আর কোনভাবে এই প্রতিযোগিতার সাথে যুক্ত নন। আপনাকে একটি নিবন্ধও তৈরি বা সম্পাদনা করতে দেখলাম না। নিজে অনুবাদ করতে না পারেন, দয়া করে অংশগ্রহণকারীদের আলাপ পাতায় ঘুরে ঘুরে তাদেরকে ভালো নিবন্ধ তৈরিতে নিরুৎসাহিত করবেন না। শুভকামনা রইল।—[[ব্যবহারকারী:Suporna95|Suporna95]] ([[ব্যবহারকারী আলাপ:Suporna95|আলাপ]]) ১৯:৩৫, ১৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)
"মৃৎশিল্প (শিল্পকলা)" পাতায় ফেরত যান।