পৃষ্ঠটান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Ei holo ovik (আলোচনা | অবদান)
Fixed typo, Added links
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
১ নং লাইন:
'''পৃষ্ঠটান''' ([[ইংরেজি]]: Surface Tension) হল প্রবাহীর পৃষ্ঠের একটি স্থিতিস্থাপক প্রবণতা, যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন [[ক্ষেত্রফল]] প্রদান করে। পৃষ্ঠটানের জন্যই কিছু কীট, যাদের দেহের [[ঘনত্ব]] জল অপেক্ষা অনেক বেশি, তারা জলের উপরিতলে ভাসমান থাকতে পারে আর হেঁটে যেতে পারে।
[[File:Cutting a water droplet using a superhydrophobic knife on superhydrophobic surfaces.ogv|thumb|পৃষ্ঠটান ও পদার্থের জলবিকর্ষী ধর্ম জলের ফোঁটাকে কেটে তোলে।]]
[[File:Surface tension experimental demonstration.ogv|thumb|সাবানের ফেনা দিয়ে পৃষ্ঠটানের একটি পরীক্ষা।পরীক্ষা]]
 
[[তরল]] ও [[গ্যাসেরগ্যাস]]ের সংযোগস্থলে, তরল অণুগুলির পরস্পরের প্রতি আকর্ষণ (সংসক্তি টানের জন্য), তরল ও গ্যাসের অণুগুলির আকর্ষণ ([[আসঞ্জন টানেরবল]]ের জন্য) অপেক্ষা অনেক বেশি হওয়ায় পৃষ্ঠটান সংঘটিত হয়। তরলপৃষ্ঠের নীচে অভ্যন্তরীণ বলসমূহের[[বল]]সমূহের লব্ধি বল এমনভাবে ক্রিয়া করে, যেন তরলের উপরিতল কোনো টান করা [[স্থিতিস্থাপকতা|স্থিতিস্থাপক]] পর্দা দ্বারা আবৃত রয়েছে। এই অসম লব্ধি বলের কারণেই তরল পৃষ্ঠে সংকোচনশীল টান প্রযুক্ত হয়, সেই কারণেই সম্ভবত একে ‘পৃষ্ঠটান’ বলা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://water.usgs.gov/edu/surface-tension.html|শিরোনাম=Surface Tension (Water Properties) – USGS Water Science School|সংগ্রহের-তারিখ=November 6, 2015|তারিখ=July 2015|প্রকাশক=US Geological Survey|লেখক=US Geological Survey}}</ref> অন্যান্য তরলের থেকে জলের অণুগুলির [[হাইড্রোজেন বন্ধন]] উচ্চ উচ্চমানেরমানের হয় (২০° সে. উষ্ণতায় ৭২.৮ মিলিনিউটন প্রতি মিটার)।
 
পৃষ্ঠটানে বল প্রতি একক দৈর্ঘ্যে কিংবা প্রতি বর্গ-একক [[ক্ষেত্রফল]] প্রযুক্ত হতে পারে। এই দুই প্রকার বল বাস্তবে একই, কিন্তু প্রতি বর্গ-একক ক্ষেত্রফল প্রযুক্ত হলে, এই বলকে [[পৃষ্ঠশক্তি]] বলা হয়। পৃষ্ঠশক্তি আবার [[কঠিন|কঠিনের]] ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হতে পারে।
 
[[বস্তু বিজ্ঞান|বস্তুবিজ্ঞানে]] পৃষ্টটানকেপৃষ্ঠটানকে ''পৃষ্ঠ পীড়ন'' বা ''মুক্ত পৃষ্ঠশক্তি'' নামেও অভিহিত করা হয়।
 
== কারণ ==