জম্মু ও কাশ্মীর (রাজ্য): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নিলয় সরকার (আলোচনা | অবদান)
ভাষি
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
নিলয় সরকার (আলাপ)-এর সম্পাদিত 3596316 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
৭৯ নং লাইন:
কাশ্মীরের রাজা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও [[ভারতের গভর্নর-জেনারেল|গভর্নর-জেনারেল]] [[লর্ড মাউন্টব্যাটেন|লর্ড মাউন্টব্যাটেনের]] কাছে সহায়তা চাইলেন। কাশ্মীরের রাজা ভারতভুক্তির পক্ষে স্বাক্ষর করবেন, এই শর্তে মাউন্টব্যাটেন কাশ্মীরকে সাহায্য করতে রাজি হন।<ref name="stein">Stein, Burton. 1998. ''A History of India''. Oxford University Press. 432 pages. {{আইএসবিএন|0-19-565446-3}}. Page 368.</ref> ১৯৪৭ সালের ২৬ অক্টোবর হরি সিং কাশ্মীরের ভারতভুক্তির চুক্তিতে সই করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.rediff.com/freedom/0710jha2.htm |শিরোনাম=Rediff on the NeT: An interview with Field Marshal Sam Manekshaw |প্রকাশক=Rediff.com |তারিখ= |সংগ্রহের-তারিখ=16 April 2013}}</ref> ২৭ অক্টোবর তা ভারতের গভর্নর-জেনারেল কর্তৃক অনুমোদিত হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.rediff.com/news/1999/jun/01jk.htm |শিরোনাম=Rediff on the NeT Special: The Real Kashmir Story |প্রকাশক=Rediff.com |তারিখ= |সংগ্রহের-তারিখ=16 April 2013}}</ref> চুক্তি সই হওয়ার পর, ভারতীয় সেনা কাশ্মীরে প্রবেশ করে অনুপ্রবেশকারীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ভারত বিষয়টি রাষ্ট্রসংঘে উত্থাপন করে। রাষ্ট্রসংঘ ভারত ও পাকিস্তানকে তাদের অধিকৃত এলাকা খালি করে দিয়ে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের প্রস্তাব দেয়। ভারত প্রথমে এই প্রস্তাবে সম্মত হয়েছিল। কিন্তু ১৯৫২ সালে জম্মু ও কাশ্মীরের নির্বাচিত গণপরিষদ ভারতভুক্তির পক্ষে ভোট দিলে ভারত গণভোটের বিপক্ষে মত দেয়।<ref name="UNHCR">{{বই উদ্ধৃতি|ইউআরএল = http://www.unhcr.org/refworld/country,,HRW,COUNTRYREP,PAK,,4517b1a14,0.html|শিরোনাম= "With Friends Like These...": Human Rights Violations in Azad Kashmir|উক্তি=In January 194,|প্রকাশক=[[United Nations High Commissioner for Refugees]]|সংগ্রহের-তারিখ =31 December 2007}}</ref> ভারত ও পাকিস্তানে রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী উভয় রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি তত্ত্বাবধানে আসে। এই গোষ্ঠীর কাজ ছিল, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলি খতিয়ে দেখা ও তদন্তের রিপোর্ট প্রত্যেক পক্ষ ও রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে জমা দেওয়া। যুদ্ধবিরতির শর্ত হিসেবে কাশ্মীর থেকে উভয় পক্ষের সেনা প্রত্যাহার ও গণভোটের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ভারত গণভোটে অসম্মত হয় এবং এজন্য পাকিস্তান সেনা প্রত্যাহারে অসম্মত হয়। ভারত গণভোট আয়োজনে অসম্মত হয় এজন্য যে, এটা নিশ্চিত ছিল যে গণভোটে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বেশিরভাগ ভোটারই পাকিস্তানের পক্ষে ভোটদান করবেন ও এতে কাশ্মীরে ভারত ত্যাগের আন্দোলন আরো বেশী জোড়ালো হবে।
 
কাশ্মীরমুসলিম উপত্যকাপ্রধান কাশ্মীর ও অন্যান্য কারণকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়। এরপর [[১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ]] ও [[কার্গিল যুদ্ধ|১৯৯৯ সালের কার্গিল]] যুদ্ধ হয়। যুদ্ধে পাকিস্তান শোচনীয়ভাবে ভারতের কাছে পরাজিত হয়।
 
==প্রশাসন ==