বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৬৭৫ নং লাইন:
 
[[ব্যবহারকারী:Suvray]] [[সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান]] নিবন্ধটি [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই)]] অনুযায়ী কি রাখা যায়? বইটির উল্লেখযোগ্যতা কতটুকু এবং বইটির লেখক কি সেরকম পরিচিত? উনি শুধুই একজন ব্লগার ছিলেন, লেখক হিসেবে তো পরিচিত নন, তাছাড়া ওনার বই সমকামিতা বই সম্পর্কিত নিবন্ধটিতে শুধু ওনার ব্লগ থেকে তথ্যসূত্র ছাড়া আর অন্য কোনো তথ্যসূত্র দেয়া হয়নি, বইটির নিবন্ধটি নিয়ে পর্যালোচনা করুন
:[[ব্যবহারকারী:Suvray]], সুব্রত দাদা অনুগ্রহ করে [[সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান]] পাতাটি সম্পর্কে কিছু বলুন, পাতাটি যেই বই সম্পর্কিত সেই বই মোটেও উল্লেখযোগ্য নয় এবং [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই)]] অনুযায়ী পাঁচটি মানদণ্ডের একটিও বইটির নেই, নিবন্ধ হিসেবে বইটিকে রাখা যায়না, বইটি কোথাও কিনতেও পাওয়া যায়না।