পদার্থ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
}}</ref>
 
[[রসায়ন]]বিদ্যায় পদার্থকে [[মৌলিক পদার্থ]] (যাকে রাসায়নিকভাবে সরলতর উপাদানে বিশ্লেষণ করা সম্ভব নয়) ও [[যৌগিক পদার্থ]] (যাকে রাসায়নিকভাবে সরলতর উপাদানে তথা মৌলিক পদার্থে বিশ্লেষণ করা সম্ভব) - এই দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। মৌলিক পদার্থগুলি একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যৌগিক পদার্থ গঠন করে। এ পর্যন্ত একশতের বেশি (১১৮ টি) মৌলিক পদার্থ শনাক্ত করা হয়েছে। মৌলিক পদার্থগুলিকে [[ধাতু]], [[অধাতু]], [[ধাতুকল্প]], ইত্যাদি শ্রেণীতে ভাগ করা হয়। মৌলিক ও যৌগিক পদার্থ উভয়েই নির্ভরযোগ্যভাবে সুনির্দিষ্ট ভৌত ও রাসায়নিক ধর্মাবলি প্রদর্শন করে। প্রকৃতিতে বিশুদ্ধ মৌলিক বা যৌগিক পদার্থ সাধারণত পাওয়া যায় না। এগুলি সাধারণত [[সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ|সমসত্ত্ব বা অসমসত্ত্ব]] [[মিশ্র পদার্থ]] হিসেবে বিরাজ করে; মিশ্র পদার্থগুলির কোন নির্দিষ্ট নির্ভরযোগ্য রাসায়নিক ধর্ম নেই। এছাড়া পৃথিবীতে [[কার্বন]] নামের মৌলক পদার্থটি [[হাইড্রোজেন]], [[অক্সিজেন]], [[নাইট্রোজেন]], [[গন্ধক]] ও [[ফসফরাস|ফসফরাসের]] সাথে মিলে বহুসংখ্যক [[জৈব পদার্থ|জৈব যৌগিক পদার্থ]] গঠন করেছে যেগুলি [[জীবন|জীবনের]] ভিত্তি বা [[জীব]]দের দ্বারা উৎপাদিত হয়। ([[শৃঙখল গঠন]] দেখুন)
 
আধুনিক কণাভিত্তিক [[পদার্থবিজ্ঞান|পদার্থবিজ্ঞানের]] মান তত্ত্বে পদার্থকে বিপুল সংখ্যক [[অণু]] ও [[পরমাণু]]র সমষ্টি হিসেবে কল্পনা করা হয়। পরমাণু হল মৌলিক পদার্থের রাসায়নিক ধর্মাবলি প্রদর্শনকারী ক্ষুদ্রতম একক। পরমাণুর অভ্যন্তরে ধনাত্মক আধানের [[প্রোটন]] ও আধানহীন [[নিউট্রন]] কণা নিয়ে গঠিত একটি [[পরমাণুকেন্দ্র]] বা নিউক্লিয়াস থাকে এবং একে ঘিরে "আবর্তনশীল" ঋণাত্মক আধানের [[ইলেকট্রন]] কণাসমূহের একটি "মেঘ" থাকে যা পরমাণুটির "দখলকৃত স্থান" বা আয়তন নির্ধারণ করে।<ref name=Davies2>