তাজউদ্দীন আহমদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultan-এর করা 3564019 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
Mustakhye (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩০ নং লাইন:
 
== শিক্ষাজীবন ==
৪ ভাই, ৬ বোনের মাঝে ৪র্থ তাজউদ্দীন আহমদের পড়াশোনা শুরু বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে। এই সময়ে ১ম শ্রেণীতে ভর্তি হন বাড়ির দুই কিলোমিটার দূরের ভূলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে৷ ১ম ও ২য় শ্রেণীতে ১ম স্থান অর্জন করেন৷ ৪র্থ শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের কাপাসিয়া মাইনর ইংলিশ স্কুলে।<ref name=Gj>http://www.gunijan.org/GjProfDetails_action.php?GjProfId=172 {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20120506203206/http://www.gunijan.org/GjProfDetails_action.php?GjProfId=172 |তারিখ=৬ মে ২০১২ }} গুণীজন ডট অর্গ এর ওয়েবসাইট</ref> এরপর পড়েছেন কালিগঞ্জ [[সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়|সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন]], ঢাকার মুসলিম বয়েজ হাই স্কুল ও [[সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়|সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে]]। তাজউদ্দীন আহমদ [[কুরআন|পবিত্র কোরআনে হাফেজ ]]ছিলেন, যা তিনি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বাবার সান্নিধ্যে আয়ত্ত করেন। তিনি ম্যাট্রিক (১৯৪৪) ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় [[জগন্নাথ বিশ্ববিদ্যালয়]] (তৎকালীন জগন্নাথ কলেজ) থেকে অবিভক্ত বাংলার সম্মিলিত মেধাতালিকায় যথাক্রমে দ্বাদশ ও চতুর্থ স্থান (ঢাকা বোর্ড ) লাভ করেন। [[১৯৫০]] সালে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে অর্থনীতিতে বি.এ (সম্মান) ডিগ্রী লাভ করেন। [[১৯৬৪]] সালে রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে থাকা অবস্থায় এল.এল.বি. ডিগ্রীর জন্য পরীক্ষা দেন এবং পাস করেন।
 
== রাজনৈতিক জীবন ==