মালে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md.Fahamidul Islam Dipro (আলোচনা | অবদান)
→‎পাদটীকা: তথ্যসূত্র
Md.Fahamidul Islam Dipro (আলোচনা | অবদান)
তথ্যসূত্র
৩ নং লাইন:
 
 
মালে হল [[মালদ্বীপ]] প্রজাতন্ত্রের সর্বাধিক জনবহুল রাজধানী শহর। এ শহরের জনসংখ্যা ১৩৩৪১২[http://statisticsmaldives.gov.mv/nbs/wp-content/uploads/2015/12/PP9.xls] এবং আয়তন ৯.২৭ বর্গ কিলমিটার (৩.৫৮ বর্গ মাইল)। এটি পৃথিবীর অন্যতম সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। ভৌগলিকভাবে শহরটি উত্তর মালা অ্যাটল(কাফু অ্যাটল) এর দক্ষিণে অবস্থিত। প্রশাসনিকভাবে শহরটিতে একটি কেন্দ্রীয় দ্বীপ, একটি বিমানবন্দর এবং মালে সিটি কাউন্সিল পরিচালিত আরোও দুটি দ্বীপ রয়েছে।
 
ঐতিহাসিকভাবে এটি ছিল রাজা শাসিত দ্বীপ। যেখানে প্রাচীন রাজবংশ[https://en.wikipedia.org/wiki/List_of_sultans_of_the_Maldives] শাসন করত আর সেখানেই প্রাসাদটি অবস্থিত। শহরটিকে তখন মহল[https://en.wikipedia.org/wiki/Mal%C3%A9#cite_note-5] বলা হত। পূর্বে এটি দূর্গ ও দরজা দ্বারা সুরক্ষিত একটি শহর ছিল.১৯৪৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হবার পর রাষ্ট্রপতি [[ইব্রাহিম নাসির]] এর শাসনকালে শহরটিকে পুনঃনির্মাণ করা হয় এবং রাজপ্রাশাদ(গনদুয়ারা),সুরম্য দুর্গসমূহ(কোশি) এবং ঘাঁটিসমূহ(বুড়ুজ) ধ্বংস করা হয়।তবে [[মালে ফ্রাইডে মসজিদ]] রয়ে গিয়েছিল।সাম্প্রতিক সময়ে জমি ভরাট করণ অভিযান এর মাধ্যমে দ্বীপটিকে যথেষ্ট পরিমাণ বর্ধিত করা হয়েছে। বছরের পর বছর ধরে মালে রাজনৈতিক প্রতিবাদ ও মাইলফলক ঘটনাবলির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
'https://bn.wikipedia.org/wiki/মালে' থেকে আনীত