মালে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md.Fahamidul Islam Dipro (আলোচনা | অবদান)
Md.Fahamidul Islam Dipro (আলোচনা | অবদান)
→‎পাদটীকা: তথ্যসূত্র
৪৯ নং লাইন:
প্রথমদিকের বিদেশি উৎসগুলিতে মালে কে বলা হত আম্ব্রিয়া বা মাহল। মালদ্বীপবাসীদের কাছে যা "ফুরমালা" অর্থাৎ "সর্বশ্রেষ্ঠ মালে" নামে পরিচিত ছিল।
 
১৩৩৩ সালে ইবনে[[ইবন বতুতা]] মালে ভ্রমণ করেছিলেন। তিনি শহরটির পাশাপাশি মালদ্বীপ দ্বীপপুঞ্জেরও একটি বিস্তৃত বিবরণ প্রদান করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে রানী রীন্দি খাদিজা মালের বাসিন্দা ছিলেন যা থেকে পরবর্তীতে দ্বীপের মধ্যস্থলে তৎকালীন সুলতান শাসকদের রাজপ্রাসাদের অন্তর্ভুক্ত থাকার ব্যাপারে আভাস পাওয়া যায়। প্রাসাদের আঙিনায় কতকগুলো গর্তের ভেতরে কড়ির মজুত ছিল,যা বাণিজ্য করার জন্য প্রস্তুত রাখা হত।
 
ইবনে বতুতা কাঠের তৈরি কয়েকটা মসজিদের কথাও উল্লেখ করেছিলেন। সুলতান মুহাম্মাদ ইমাদুদ্দিন ১৭শ শতাব্দীতে মালে দুর্গ তৈরি করেছিলেন। তিনি এ দ্বীপের উত্তর ,পূর্ব এবং পশ্চিম দিকে প্রাচীর তৈরি করেছিলেন। মাছ ধরার জাহাজ ও ছোট ধোনি নৌকাগুলো একটি আভ্যন্তরীণ বন্দর ব্যবহার করত। বড় জাহাজগুলি ভিলিংলি এবং হুলহুল দ্বীপের বাহিরের বন্দরে নোঙর করা হত। দ্বীপটি এক বর্গমাইলেরও কম জায়গা দখল করেছিল এবং এর চারপাশে একটি অগভীর হ্রদ ছিল।
১১৭ নং লাইন:
 
== পাদটীকা ==
[http://statisticsmaldives.gov.mv/nbs/wp-content/uploads/2015/12/PP9.xls ।http://statisticsmaldives.gov.mv/nbs/wp-content/uploads/2015/12/PP9.xls] মালদ্বীপের পরিসঙ্গিখ্যান। জাতীয় পরিসংখ্যান ব্যুরো। 2015-05-23 এ পুনরুদ্ধারকৃত।
 
https://www.southasiacenter.upenn.edu/mal%C3%A9-politics-corruption-and-human-rights দক্ষিণ এশিয়া কেন্দ্র 2018-02-01 এ পুনরুদ্ধার করা হয়েছে।
 
https://web.archive.org/web/20120303135551/http://ecocare.mv/population-explosion-a-major-environmental-issue-in-male%E2%80%99/ ECCARE মালদ্বীপ। 2012-03-03 এ মূল থেকে সংরক্ষণাগারভুক্ত। 2015-05-23 এ পুনরুদ্ধারকৃত।
 
<br />
 
== বাহ্যিক লিঙ্ক ==
'https://bn.wikipedia.org/wiki/মালে' থেকে আনীত