Difference between revisions of "আহসান হাবীব (কার্টুনিস্ট)"

no edit summary
m (সম্প্রসারণ, তথ্যসূত্র)
{{অন্য ব্যবহার|আহসান হাবীব (দ্ব্যর্থতা নিরসন)}}
{{তথ্যছক লেখক
| নাম = Ahsan Habib<br>আহসান হাবীব
| চিত্র = Ahsan Habib (14) (cropped).jpg
| স্থানীয়_নাম =আহসান হাবীব
* আয়েশা ফয়েজ (মা)
* ফয়জুর রহমান আহমদ (বাবা)
|সাহিত্যের ক্ষেত্র=কার্টুন, বাংলা কমিক্স, গ্রাফিক নোভেল, রম্য রচনা, সাইন্সবৈজ্ঞানিক ফিকশনকল্পকাহিনী, নাটক}}
'''আহসান হাবীব''' ({{lang-en|Ahsan Habib}}; পুরোনামঃ '''ইবনে ফয়েজ মুহম্মদ আহসান হাবীব'''<ref name=":0" />, জন্ম: [[১৫ নভেম্বর]],১৯৫৭) [[বাংলাদেশ|বাংলাদেশের]] একজন জনপ্রিয় [[কার্টুনিস্ট]] এবং রম্য সাহিত্যিক এবং কমিক বুকবই রাইটার।লেখক। পল্টু-বিল্টু, পটলা-ক্যাবলা তার তৈরী কিছু বিখ্যাত কমিক্স চরিত্র। তিনি জনপ্রিয় মাসিক রম্য পত্রিকা [[উন্মাদ]] এর বর্তমান প্রধান সম্পাদক। এছাড়া বেশকিছু হাস্যরসাত্মক নাটক রচনা করে তিনি সুনাম কুড়িয়েছেন। তিনি জনপ্রিয় সাহিত্যিক [[হুমায়ুন আহমেদ]] এবং [[মুহম্মদ জাফর ইকবাল|মুহম্মদ জাফর ইকবালের]] সর্বকনিষ্ঠ ভ্রাতা। "ড্যাডবাংলাদেশী অফ বাংলাদেশীকার্টুনের কার্টুনপিতা", "গ্র্যান্ডফাদার অফ জোকস" আরও নানারকম উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে।<ref name=":0">http://archive.prothom-alo.com/detail/date/2010-05-08/news/61595</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.samakal.com.bd/details.php?news=14&view=archiev&y=2010&m=02&d=16&action=main&menu_type=&option=single&news_id=47385&pub_no=251&type= |সংগ্রহের-তারিখ=১৪ ডিসেম্বর ২০১৮ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20160305183703/http://www.samakal.com.bd/details.php?news=14&view=archiev&y=2010&m=02&d=16&action=main&menu_type=&option=single&news_id=47385&pub_no=251&type= |আর্কাইভের-তারিখ=৫ মার্চ ২০১৬ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
== জন্ম ও ছেলেবেলা==
আহসান হাবীব ১৯৫৭ খ্রিষ্টাব্দের ১৫ই নভেম্বর সিলেটে জন্মগ্রহন করেন। পিতা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। তাঁর পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও (ইংরেজী: SDPO উপ-বিভাগীয় Sub-Divisional Policeপুলিশ Officerঅফিসার) হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন।তিনিহন। তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করতেন। বগুড়া থাকার সময় তিনি একটি গ্রন্থও প্রকাশ করেছিলেন। গ্রন্থের নাম 'দ্বীপ নেভা যার ঘরে'। তাঁর মায়ের লেখালিখির অভ্যাস না-থাকলেও একটি আত্ম জীবনী গ্রন্থ রচনা করেছেন যার নাম 'জীবন যে রকম'। তাছাড়া তিনি 'বেগম' পত্রিকাসহ কিছু ডিটেকটিভ পত্রিকাতেও লিখালিখি করেছেন। আহসান হাবীব ছোটোবেলায় আটটি ভিন্ন স্কুলে পড়াশোনা করেছিলেন। তার ছেলেবেলার বেশিরভাগ সময়ই কাটে বগুড়া, চিটাগংচট্টগ্রাম, কুমিল্লা, পিরোজপুর, দিনাজপুর, মোহনগঞ্জ সহ আরও কিছু জায়গায়। তার ডাক নাম শাহীন। নাম ঠিক করার সময় বিজ্ঞানী কুদরাত-এ-খুদার নাম অনুসারে আহসান হাবীবের ভালো নাম রাখা হয়েছিল কুদরতে খোদা। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হলো ইবনে ফয়েজ মুহম্মদ আহসান হাবীব। বর্তমানে তিনি শুধু 'আহসান হাবীব' নাম ব্যবহার করেন।
 
==শিক্ষা ও কর্মজীবন ==
 
== পুরস্কার==
তুরস্ক থেকে 'নাসিরুদ্দিন হোজ্জা' কনটেস্ট প্রতিযোগিতা, হাভানা কনটেস্টসহপ্রতিযোগিতাসহ আরও নানান জায়গা থেকে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
 
== বই ==
*বাছাই ভুত
 
=== বৈজ্ঞানিক কল্পকাহিনী ===
=== সায়েন্স ফিকশন ===
* পাওয়েল ব্রুনস্কির বিচার
*সায়েন্স ফিকশন সংকলন মৌলিক
* একটি আদর্শ মেস(ধূমপান মুক্ত) (সিরিয়াল)
*আলিবাবা একচল্লিশ চোর
 
== বহি:সংযোগ ==
 
* [https://bd.toonsmag.com/2014/08/blog-post_25.html আহসান হাবীব সাক্ষাৎকার], [[টুনস ম্যাগ]]
 
== তথ্যসূত্র ==
 
==বহিঃসংযোগ==
{{অসম্পূর্ণ}}
{{কমন্স বিষয়শ্রেণী|Ahsan Habib (cartoonist)|আহসান হাবীব}}
 
* [https://bd.toonsmag.com/2014/08/blog-post_25.html আহসান হাবীব সাক্ষাৎকার], [[টুনস ম্যাগ]]
 
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী কার্টুনিস্ট]]