জনপ্রিয় সংস্কৃতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kanej Roksana (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Kanej Roksana (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩৯ নং লাইন:
'''ইতিহাস ও সংজ্ঞা'''
 
”জনপ্রিয় সংস্কৃতি” শব্দটি ১৯ শতাব্দী বা তার আগেও উদ্ভুত হয়েছে।<sup>[10]</sup> ঐতিহ্যগতভাবে জনপ্রিয় সংস্কৃতি নিচু মানের শিক্ষা ও নিচু শ্রেণীর সঙ্গে সম্পর্কিত। <sup>[11]</sup> যা উঁচু শ্রেণীর আনুষ্ঠানিক সংস্কৃতি এবং উঁচু মানের শিক্ষার বিরোধী।<sup>[12][13]</sup> রানী ভিক্টোরিয়ার সময়কালে বৃটেনে সামাজিক পরিবর্তন হয় যার ফলে স্বাক্ষরতার হার বাড়ে। পুঁজিবাদ এবং শিল্পায়নের উদ্ভবকালে লোকেরা বিনোদনের জন্য অধিক টাকা খরচ করতে শুরু করে।ভিক্টোরীয় যুগের '''পেনি ড্রেডফুলস''' সিরিয়াল ভিডিও গেমের সমতুল্য। ''দ্য গার্ডিয়ান'' পেনি ফিকশনকে “বৃটেনে তরুনদের জন্য গণ-উৎপাদিত জন সংস্কৃতির প্রথম স্বাদ” বলে বর্ণনা করে।” <sup>[14]</sup> ক্রমবর্ধমান ভোগবাদী সংস্কৃতি ও রেলপথ উদ্ভাবনের (প্রথম রেলপথ, স্টকটন এবং ডার্লিংটন রেলপথ জনসাধারণের জন্য ১৮২৫ সালে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে উন্মুক্ত করা হয়) মাধ্যমে ভ্রমণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে সস্তা জনপ্রিয় সাহিত্যের বাজার তৈরি হয় এবং বেশি মাত্রায় তা প্রচারিত হয়। ১৮৩০ সালে প্রকাশিত পেনি সিরিয়ালস এই চাহিদা মেটায়।<sup>[15]</sup> উনবিংশ শতাব্দীর শেষ দিকে “আনুষ্ঠানিক সংস্কৃতির” সঙ্গে এর প্রভেদের বিষয়ে অনেক বেশি জোর দেয়া হয়।<sup>[16]</sup> বিশ্বযুদ্ধ দুটির মধ্যবর্তী সময়ে এই প্রভেদ প্রতিষ্ঠিত হয়।<sup>[17]</sup>
 
দ্বীতিয় বিশ্বযুদ্ধের শেষে গণ মাধ্যমের প্রবর্তনের দ্বারা পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন সুচিত হয় তাতে জনপ্রিয় সংস্কৃতি জন সংস্কৃতি, গণমাধ্যম সংস্কৃতি, ইমেজ কালচার ও ভোগবাদী সংস্কৃতির সঙ্গে মিশ্রিত হয়ে যায়।<sup>[18]</sup> অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন অগ্রগামী ছিল।