রোনাল্ড কজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md Shimul Bhuia (আলোচনা | অবদান)
কাজ চলছে
Md Shimul Bhuia (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
রোনাল্ড হ্যারি কজ (২৯ ডিসেম্বর ১৯১০-২সেপ্টেম্বর ২০১৩) একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ও লেখক। তিনি শিকাগো আইন স্কুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ক্লিফটন আর. ম্যাসার প্রফেসর,  যেখানে তিনি ১৯৬৪ সালে আসেন এবং জীবনের শেষ অবধি থাকেন।অবস্থান করেন। তিনি ১৯৯১ সালে অর্থনীতি বিজ্ঞানে নোবেল সৃতি পুরস্কার গ্রহন করেন।
 
কজ বিশ্বাস করতেন অর্থনীতিবিদের উচিৎ প্রকৃত বাজার নিয়ে গবেষণা করা, তাত্ত্বিক বিষয় নিয়ে নয়। কজ বিশেষত দুটি নিবন্ধনের জন্য সব চেয়ে বেশী পরিচিত। ‘’ দ্যা ন্যাচার অব দ্যা ফারম’’(১৯৩৭), যেটা ন্যাচার এবং কারবারের সীমা ব্যাখ্যা করতে লেনদেনের খরচ ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়; এবং ‘’ দ্যা প্রবলেম অব সসিয়াল কোস্ট’’(১৯৬০), যেটা প্রস্তাব করে যে সুস্পষ্ট সম্পত্তির অধিকার বাহ্যিকতার সমস্যা অতিক্রম করতে পারে। তাছারাও, কজের লেনদেন খরচ পন্থা বর্তমানে আধুনিক অর্গানাইজেশন অর্থনীতিতে প্রভাবিত,  যেখানে এটা অলিভার ই. উইলিয়ামসন পুনঃপ্রবর্তন করেন।