শাহ কারামত আলী জৌনপুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Amfabd (আলোচনা | অবদান)
Amfabd (আলোচনা | অবদান)
৩৮ নং লাইন:
 
==কর্মজীবন==
[[সাইয়েদ আহমাদ ব্রেলভী|সাইয়েদ আহমদ শহীদ (রহ.)]] ছিলেন সে যুগের বিখ্যাত মুজাহিদ। কারামত আলীও তাঁর সাথে জিহাদে অংশগ্রহনের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু [[সাইয়েদ আহমাদ ব্রেলভী|সাইয়েদ আহমাদ]] তাকে সশস্ত্র সংগ্রামের বদলে বাংলা ও আসাম অঞ্চলে ওয়াজ-নসীহত ও লেখনীর মাধ্যমে সমাজ সংস্কার ও ধর্মপ্রচারের নির্দেশ দেন। কারণ তৎকালীন সময়ে এসব অঞ্চলের সাধারণ মুসলমানরা ইসলাম ধর্মের আবশ্যকীয় কার্যক্রম যেমন [[নামাজ]], [[রোজা]] ভুলে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহন করত। [[মুর্শিদ|মুর্শিদের]] নির্দেশে কারামত আলী বাংলা ও আসাম অঞ্চলে ইসলামের প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধারের কাজে লিপ্ত হন। <ref name="bp"/><ref name="ref1"/> এ দেশের ইসুলামী ও আরবী শিক্ষার ক্ষেত্রে তার অনন্য ভুমীকা রয়েছে। এ প্রসংগে বাংলাপিডিয়ায় বলা হয়েছে- <blockquote>"এদেশে আরবি চর্চার ক্ষেত্রে যাঁদের উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁদের মধ্যে মওলানা কেরামত আলী জৌনপুরী অগ্রগণ্য। তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক ও সমাজ সংস্কারক। তাঁর চল্লিশটি গ্রন্থের মধ্যে দাওয়াত মাস্নূনা দোয়া-কালাম সম্পর্কীয় রচনা। আরবি ও উর্দু ভাষায় এটি রচিত। মুলাখ্খাস ও বরাহীন কাত‘ইয়্যা ফী মওলূদি খায়রিল-বরিয়্যা গ্রন্থদ্বয় মওলূদ সম্পর্কে লিখিত এবং নসীমুল-হরমায়ন গ্রন্থে ইসলামী চিন্তাধারা ও তৎসম্পর্কিত মতবিরোধ আলোচিত হয়েছে।।<ref>http://bn.banglapedia.org/index.php?title=আরবি</ref>"</blockquote>
 
== ভ্রাম্যমাণ মাদ্রসা ==