পূর্ব রণাঙ্গন (দ্বিতীয় বিশ্বযুদ্ধ): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ShahranMahmood (আলোচনা | অবদান)
→‎১৯৪৩-৪৪ সালের শরৎ ও শীতকাল: সংশোধন, সম্প্রসারণ
ShahranMahmood (আলোচনা | অবদান)
→‎যুদ্ধ পরিচালনার পর্যায়সমূহ: সংশোধন, সম্প্রসারণ
৪৪২ নং লাইন:
 
সোভিয়েতদের ঝটিকা অভিযানে জার্মানরা সুদূর লেনিনগ্রাড থেকে বিতাড়িত হয় এবং নভ্‌গরড অঞ্চল সোভিয়েত বাহিনীর দখলে চলে আসে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৭৫ মাইল এলাকা অগ্রসর হবার পর লেনিনগ্রাড সেনাবিভাগ এস্তোনিয়া সীমান্তে পৌঁছে যায়। স্টালিনের মনে করেন, পূর্ব প্রুশিয়ার জার্মান ভূমিতে যুদ্ধ অভিযান চালাবার জন্যে এবং ফিনল্যান্ড দখল করার জন্যে বাল্টিক সাগরপথেই সর্বাপেক্ষা দ্রুত যাতায়াত করা যাবে।<ref name="glantz">{{cite book|last=Glantz|first=David M.|authorlink=David Glantz|title=The Battle for Leningrad: 1941–1944|url=https://books.google.com/books?id=4uRmAAAAMAAJ&pg=PP1|year=2002|publisher=University Press of Kansas|isbn=978-0-7006-1208-6}}</ref> তবে, ১৯৪৪ সালের ফেব্রুয়ারিতে বাল্টিক সাগরের উপকূলবর্তী এস্তোনিয়ার রাজধানী টালিন নগরীর যুদ্ধে লেনিনগ্রাড সেনাবিভাগের আক্রমণ থামিয়ে দেয়া হয়। জার্মান সৈন্যবিভাগ "নারওয়া"তে অন্তর্ভুক্ত ছিল এস্তোনিয়ান সেনারা, যারা তাদের রাষ্ট্র এস্তোনিয়ার স্বাধীনতা বজায় রাখার যুদ্ধে অংশ নেয়।<ref>{{cite book|title=The Bulletin of International News|url=https://books.google.com/books?id=V4siAAAAMAAJ&pg=PA825|year=1944|publisher=Royal Institute of International Affairs. Information Department.|page=825|chapter=Estonia}}</ref><ref name="vm">{{cite web|title=The Otto Tief government and the fall of Tallinn|publisher=Estonian Ministry of Foreign Affairs|date=22 September 2006|url=http://www.tbilisi.vm.ee/estonia/history/aid-503}}</ref>
 
===১৯৪৪ সালের গ্রীষ্মকালীন যুদ্ধ===
[[File:Red Army greeted in Bucharest.jpg|thumb|বুখারেস্ট নগরীতে লাল ফৌজ সেনাদের অভ্যর্থনা জানানো হচ্ছে, আগস্ট, ১৯৪৪।]]
[[File:19440712 soviet and ak soldiers vilnius.jpg|thumb|ভিলনিয়াস নগরীতে সোভিয়েত ও পোলিশ "আর্মিয়া ক্রাজোয়া" বাহিনীর সৈন্যগণ, জুলাই, ১৯৪৪।]]
"ওয়েরমাক্‌ট"-এর পরিকল্পনাকারীরা এই বিষয়ে নিশ্চিত ছিলেন যে লাল ফৌজ দক্ষিণে পুনরায় আক্রমণ চালাবে, যেখানে যুদ্ধের সম্মুখ সারি ছিল লেভিভ নগরী থেকে মাত্র ৫০ মাইল দূরএ যা ছিল বার্লিন অভিমুখে যাত্রার সবচেয়ে সহজ পথ। এই ধারণা অনুযায়ী তারা কেন্দ্রীয় যুগ্ম বাহিনী থেকে কিছু সৈন্যদের প্রত্যাহার করে নেয়, যারা তখনো সোভিয়েত অধিকৃত অঞ্চলের গভীরে অবস্থান করছিল। এরও দুই সপ্তাহ পূর্বে জার্মানরা মিত্রবাহিনীর নরম্যান্ডি আক্রমণ প্রতিহত করতে সেনাবাহিনীর কিছু অংশকে ফ্রান্সে স্থানান্তর করে। ১৯৪৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত মিত্রবাহিনীর তেহরান সম্মেলনে "অপারেশন ব্যাগ্রেশন" পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়, যে অভিযানে ১৯৪৪ সালের ২২শে জুন তারিখে, সোভিয়েত বাহিনীর ৪টি যুগ্ম সেনাবাহিনীর ১২০টি ডিভিশন সম্বলিত একটি বিশাল বাহিনী বেলারুশে অবস্থিত জার্মান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে।
 
==তথ্যসূত্র==