রোনাল্ড কজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md Shimul Bhuia (আলোচনা | অবদান)
কাজ চলছে
Md Shimul Bhuia (আলোচনা | অবদান)
কাজ চলছে
৫ নং লাইন:
== জীবনী ==
রোনাল্ড হ্যারি কজ ২৯ শে ডিসেম্বর ১৯১০ সালে লন্ডনের উপশহর উইলেসডেনে জন্ম গ্রহন করেন। তার বাবা, হেনরি জোসেফ কজ (১৮৮৪-১৯৭৩) পোস্ট অফিসের টেলেগ্রাফিস্ট ছিলেন, যেমন বিয়ের পূর্বে তার মা রসালিয়ে এলিজাবেথ কজ ছিলেন। ছোটবেলায় কজের পায়ে দুর্বলতা ছিলো, যার ফলে তাঁকে লোহার পা পরতে হতো।  এই সমস্যার কারণে তাঁকে শারীরিক প্রতিবন্ধীদের স্কুলে দেওয়া হয়ে ছিল।  ১২ বছর বয়সে কিল্বারন গ্রামার স্কুলে বৃত্তি নিয়ে প্রবেশ করতে সক্ষম হন।
 
কিল্বারনে ১৯২৭-২৯ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে এক জন বহিরাগত ছাত্র হিসাবে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। কজ ১৯৩৭ সালের ৭ আগস্টে ইংল্যান্ডের উইলেসডেনের ইলিনয়ে শিকাগোয়ের ম্যারিয়ন রুথ হারটাংকে বিয়ে করেন। যদিও তাঁরা সন্তান জন্মদানে অক্ষম ছিল, তবুও তাঁরা ৭৫ বছর পর্যন্ত বিবাহিত জীবন পার করে, যে পর্যন্ত না ২০১২ সালে তার স্ত্রীরির মৃত্যু ঘটে এবং অন্যতম বিবাহিত নোবেল বিজয়ী হন।
 
কজ লন্ডন ইকোনমিক স্কুলে যান, যেখানে তিনি আর্নল্ড গাছের অপর শিক্ষা নেন এবং ১৯৩২ সালে বাণিজ্যে স্নাতক ডিগ্রি গ্রহন করেন। তার স্নাতক পর্যায়ে অধ্যায়নরত অবস্থায় কজ, স্যার আরনেস্ট ক্যাসেল ট্রাভেলিং বৃত্তি পান, যেটা লন্ডন বিশ্ববিদ্যালয় পুরস্কৃত করেন।
 
== অর্থনীতিতে অবদান ==